শারজা, 26 অক্টোবর: আজ শারজা ইন্টান্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে IPL-র 46 নম্বর ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পঞ্জাব ৷ IPL-র শেষ পর্যায়ে এসে চতুর্থ স্থানের লড়াইয়ে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই দুই দল ৷ যেখানে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 4 নম্বরে রয়েছে KKR । অন্য়দিকে, সমসংখ্য়ক ম্য়াচ খেলে 10 পয়েন্ট নিয়ে পাঁচে দাঁড়িয়ে আছে KXIP ।
এই পরিস্থিতিতে শারজার ময়দানে মুখোমুখি হতে চলেছে ইয়ন মর্গ্য়ান ও কে এল রাহুলের দল ৷ শনিবার IPL-র ডবল হেডারে দুই দলই তাঁদের ম্য়াচ জিতে শারজার লড়াইয়ে নামছে ৷ তবে, কলকাতার ক্ষেত্রে গত ম্য়াচের জয়টা ছিল অনেকটাই সহজ ৷ লিগ টেবিলে দুইয়ে থাকা দিল্লি ক্য়াপিটালসকে নাইটরা 59 রানে হারিয়েছে ৷ ফলে তাদের আত্মবিশ্বাসও অনেকটাই বেশি ৷ অন্য়দিকে, সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ক্লোজ় এনকাউন্টার জিতে এসে, আজ মাঠে নামতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ শনিবারের দ্বিতীয় ম্য়াচে মাত্র 126 রান ডিফেন্ড করে দেয় কে এল রাহুলের পঞ্জাব ৷ যেখানে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন দুই ডান হাতি মিডিয়াম পেসার ক্রিস জর্ডন এবং আরশদীপ সিং ৷ দু’জনেই শেষ দুই ওভারে পাঁচ উইকেট তুলে নিয়ে সানরাইজ়ার্সের মুঠো থেকে ম্য়াচ ছিনিয়ে আনেন ৷ 12 রানে কিংস ইলেভেন পঞ্জাব সেই লো স্কোরিং ম্য়াচ জিতে ছিল ৷ ফলে একদিকে দাপটের সঙ্গে ম্য়াচ জিতে আসা কলকাতা এবং অন্য়দিকে লড়াই করে ম্য়াচ জেতা কিংস ইলেভেন ৷ দুই দলের আত্মবিশ্বাস এই মুহূর্তে দু’রকম পর্যায়ে রয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷
গত ম্য়াচেে নাইট শিবির তাঁদের ওপেনিংয়ে এ নিয়ে চতুর্থবার এক্সপেরিমেন্ট করেছে ৷ দিল্লির বিরুদ্ধে ম্য়াচে রাহুল ত্রিপাঠীর সঙ্গে নীতীশ রাণাকে পাঠানো হয় ওপেন করতে ৷ তবে, ফর্মে থাকা রাহুল ব্য়র্থ হলেও, অফ ফর্মে থাকা নীতীশ আবার সেই ম্য়াচে 81 রান করেন ৷ অন্য়দিকে, বোলিং অ্য়কশনের জন্য় চার ম্য়াচ বাইরে থাকা সুনীল নারাইন দলে ফিরে মিডল অর্ডারে তাঁর ব্য়াটের দাপট দেখিয়েছেন ৷ সব মিলিয়ে KKR ব্য়াটিংয়ে আবারও আগের সেই তেজ নজরে আসছে ৷ ফলে আজকের ম্য়াচে দিল্লির বিরুদ্ধে কোন জুটি ওপেনিং করবে তা সময়ই বলবে ৷ অন্য়দিকে, কিংস ইলেভেন পঞ্জাব শিবিরে কে এল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান এবং সম্প্রতি দলে জায়গা পাওয়া ওয়েস্ট ইন্ডিয়ান জায়েন্ট ক্রিস গেল ছাড়া তেমন কেউ ফর্মে নেই ৷ এমনকি অজ়ি অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েলও এবার ব্য়াট হাতে অসফল ৷ ফলে শেষ চারের লড়াইয়ে পঞ্জাবের লোয়ার মিডল অর্ডারে পরিবর্তনের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷
ব্য়াটিং নিয়ে দুই শিবির দুই প্রান্তে থাকলেও, বোলিংয়ে ততটা চিন্তা নেই কোনও শিবিরেই ৷ কলকাতার ক্ষেত্রে দিল্লির ম্য়াচে এই সিজ়নের প্রথম পাঁচ উইকেট নেওয়া বোলার হলেন তামিলনাড়ুর ডানহাতি মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ তিনি 20 রান দিয়ে 5 উইকেট নিয়ে দিল্লি ব্য়াটিংয়ের শিরদাঁড়া ভেঙে দিয়েছিলেন ৷ এমনকী উইকেট না পাওয়া অজ়ি পেসার প্য়াট কামিন্সও আগের ম্য়াচে 3 উইকেট নিয়ে নিজের ফর্মে ফিরেছেন ৷ সব মিলিয়ে পঞ্জাব ম্য়াচের আগে নিজেদের ফর্ম নিয়ে ভালোরকম আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স শিবির ৷ অন্য়দিকে, কিংস ইলেভেন পঞ্জাবও তাদের বোলিং নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ৷ পঞ্জাবের স্পিন বিভাগ আগে থেকেই ফর্মে ছিল ৷ শনিবার দুই লেগ স্পিনাক মুরুগান অশ্বিন ও রবি বিষ্ণোই আবারও ভালো পারফর্ম করেছেন ৷ পাশাপাশি বল হাতে সফল হয়েছে পঞ্জাবের পেস বোলিং বিভাগও ৷ তবে, লিগের প্রথম ম্য়াচে কলকাতার কাছে হারতে হয়েছিল পঞ্জাবকে ৷ সব মিলিয়ে সোমবার শারজায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে শারুখ খান এবং প্রীতি জিন্টা থুড়ি বীর-জারার দলের মধ্য়ে ৷