পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্টের আগে ভারতীয় হাই কমিশনারের বাসভবনে কোহলিরা - ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট

নিউজ়িল্যান্ডে ভারতীয় হাই কমিশনারের নিমন্ত্রণে তাঁর বাসভবনে গেলেন ভারতীয় ক্রিকেটাররা ৷ নিউজ়িল্যান্ডে়র আতিথিয়েতায় তাঁরা আপ্লুত বলে জানান বিরাট কোহলি ৷

image
বিরাট কোহলি

By

Published : Feb 19, 2020, 10:58 PM IST

ওয়েলিংটন, 19 ফেব্রুয়ারি :দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের আগে নিউজ়িল্যান্ডে অবস্থিত ভারতীয় হাইকমিশনারের বাসভবনে গেল টিম ইন্ডিয়া ৷ ওয়েলিংটনে এই পার্টিতে হাজির ছিল ভারতীয় ক্রিকেটাররা থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাই৷

সেখানেই ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, নিউজ়িল্যান্ড সবসময় সঠিক নীতিতে খেলাটা খেলে ৷ তাই যদি কারও সঙ্গে টেস্টের একনম্বর স্থান ভাগ করে নিতে হয়, তাহলে তা অবশ্যই হবে কিউয়িরা ৷

ভারতীয় হাই কমিশনারের বাড়িতে এসে কোহলি বলেন, ‘‘আমরা এখানে এসে খুব সম্মানিত ৷ আমরা আমাদের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করাটা উপভোগ করছি ৷’’ তারপরই তিনি যোগ করেন, ‘‘আমরা এখানে দারুণ সময় কাটাচ্ছি ৷ এখানের আতিথিয়তা অসাধারণ ৷ আমরা ওয়ানডেতে হেরে গেছি ৷ কিন্তু এরপরই শুরু হবে আসল ক্রিকেট ৷ এবং আমরা সেই দিকে তাকিয়ে আছি ৷’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ভারত তালিকার শীর্ষে রয়েছে ৷ অন্যদিকে নিউজ়িল্যান্ড আছে 6 নম্বরে ৷ এই বিষয়ে কোহলি বলেন, ‘‘আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে সবাই আমাদের হারাতে চাইবে ৷ নিউজ়িল্যান্ডও সেটাই করতে চাইবে ৷ কিউয়িদের বিরুদ্ধে খেলা জীবনের বড় অভিজ্ঞতা ৷’’

21 ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজ়ের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷

ABOUT THE AUTHOR

...view details