পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টানা তিনবার টেস্ট শীর্ষে ভারত - test cricket

টানা তিন বছর টেস্ট ক্রিকেটের এক নম্বর স্থান ধরে রাখল বিরাটের ভারত। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটের শীর্ষস্থানে ভারত। পুরষ্কার বাবদ টিম ইন্ডিয়া পাবে এক মিলিয়ন ডলার।

বিরাট কোহলি

By

Published : Apr 1, 2019, 9:50 PM IST

লন্ডন, ১ এপ্রিল : টানা তিন মরশুম টেস্ট ক্রিকেটের এক নম্বর স্থান ধরে রাখল বিরাটের ভারত। ২০১৮-১৯ মরশুম শেষে টেস্ট ক্রিকেটে প্রথম স্থান ধরে রাখতে পেরেছে ভারতীয় দল। এজন্য গত দু'বারের মতো এ বছরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি পাচ্ছে বিরাটরা। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটের শীর্ষস্থানে ভারত। পুরস্কার বাবদ টিম ইন্ডিয়া পাবে এক মিলিয়ন ডলার। গত তিন মরশুম ধরে টেস্টের এক নম্বর জায়গা ধরে রাখতে পারায় কোহলির ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে ICC।

ভারত শীর্ষস্থানে থাকায় দলকে নিয়ে গর্বিত বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, "গত বছরটা আমরা সব ফরম্যাটেই দারুণ খেলেছি। টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানের সম্মান পাওয়া আমাদের ধারাবাহিক হতে আরও প্রেরণা জোগাবে। আমরা সবাই টেস্ট ক্রিকেটের গুরুত্ব জানি। এই ফরম্যাটে শুধু শ্রেষ্ঠরাই টিকতে পারে।" পাশাপাশি তিনি দলের প্রশংসা করে বলেন, "আমাদের দলের ক্রিকেটাররা সবাই ভালো ফর্মে। ওয়ার্ল্ডকাপের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপে যা আমাদের সাহায্য করবে।"

১০৮ রেটিং নিয়ে ICC টেস্ট ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছে নিউজ়িল্যান্ড। ১০৫ ও ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details