রাঁচি, 19 অক্টোবর : কাহিনিটা অনেকটা বীরেন্দ্র সেহওয়াগের মতো ৷ ওপেনিংয়ে তুলে আনার পর টেস্টে ভারতের ব্যাটিংয়ের রূপরেখাই বদলে দিয়েছিলেন তিনি ৷ একই পথেই যেন হাঁটছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ টেস্টে ওপেন করার পর থেকেই একের পর এক রেকর্ড করেই চলেছেন তিনি ৷ তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু সেঞ্চুরি করলেন না, এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় মারার নজির গড়লেন মুম্বইকর ৷ টপকে গেলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড ৷ আর রোহিতকে যোগ্য সংগত করলেন রাহানে ৷ কম আলোর কারণে খেলা বন্ধের সময় ভারতের রান তিন উইকেটে 224 রান ৷
আজ টসের সময় এক বিরল ঘটনার সাক্ষী থাকে রাঁচি ৷ উপমহাদেশে টানা 9টি টস হারা ফাফ ডু'প্লেসিস ভাগ্য ফেরাতে সঙ্গে এনেছিলেন তেম্বা বাভুমাকে ৷ তাতেও টস ভাগ্য ফেরেনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৷ টসে জেতেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ আর টসে জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ স্পিন সহায়ক উইকেটে বড় রান তুলে রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, রবীন্দ্র জাদেজাদের ত্রিফলায় প্রোটিয়াদের বিধ্বস্ত করাই টিম ইন্ডিয়ার লক্ষ্য ৷