পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 29, 2020, 12:05 PM IST

Updated : Jan 29, 2020, 5:40 PM IST

ETV Bharat / sports

পর পর 2 বলে ছক্কা, সুপারওভারে ম্যাচ জেতালেন রোহিত

হ্যামিলটনে শেষ ওভারে থ্রিলার ৷ ড্র হল তৃতীয় টি-20 ম্যাচ ৷ সুপারওভারে রোহিত ম্যাজিকে ম্যাচ জয় ভারতের ৷

image
ভারত বনাম নিউজ়িল্যাড

হ্যামিলটন, 29 জানুয়ারি : দুই ম্যাচ বাকি থাকতেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ জয় ভারতের ৷ মহমম্দ শামির দুরন্ত বোলিংয়ে ম্যাচ ড্র হলে খেলার নিষ্পত্তি হয় সুপার-ওভারে ৷ পরপর দুই বলে ছয় মেরে ভারতকে ম্যাচ ও সিরিজ় জেতালেন রোহিত শর্মা ৷


প্রথম দুই ম্যাচ শান্ত ছিল হিটম্যানের ব্যাট ৷ কিন্তু কেন তাঁকে টি-20 -র সেরা ব্যাটসম্যান বলা হয় তা ফের প্রমাণ করলেন রোহিত শর্মা ৷ বুধবার শুরু থেকেই ছন্দে ছিল রোহিতের ব্যাট ৷ ওপেন করতে নেমে লোকেশ রাহুলকে সঙ্গী করে ইনিংসের শুরু করলেন ঝড়ের গতিতে ৷ 65 রানে যখন আউট হলেন তখন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারতের ইনিংস ৷ কিন্তু নিউজ়িল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 179 রানেই থামে ভারতের ইনিংস ৷ আবার সুপারওভারে ভারতের জয়ের নায়ক সেই রোহিতই ৷ শেষ দুই বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 10 রান ৷ পরপর দু’বলে দুটি ছয় মেরে ভারতকে ম্যাচ ও সিরিজ় দুটোই জেতালেন হিটম্যান ৷

ব্যাট হাতে যদি ভারতের জয়ের নায়ক হন রোহিত তবে বল হাতে শামির অবদানও কম নয় ৷ শেষ ওভারে যে বলটা করলেন তা অনেকদিন মনে রাখবেন তিনি ৷ শেষ ওভারে উইলিয়ামসনের উইকেটাই ম্যাচের পার্থক্য গড়ে দিল ৷ আর ইনিংসের শেষ যে বলে রস টেলরকে আউট করলেন তা এক কথায় অসাধারণ ৷ টেলর বুঝতেই পারলেন না ৷

অন্যদিকে ট্রাজিক নায়ক হিসাবেই রইলেন কেন উইলিয়ামসন ৷ ফের চোখে ভেসে উঠল 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ৷ সেবারও ট্রাজিক নায়ক ছিলেন সেই উইলিয়ামসনই ৷ তবে কেন তাঁকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করা হয় তা ফের বোঝালেন কিউয়ি অধিনায়ক ৷ একার হাতেই প্রায় ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি ৷ শতরান থেকে মাত্র 5 রান আগেই শামির অসাধারণ বলে লোকেশের হাতে ক্যাচ দিলেন তিনি ৷ তবে তাঁর 95 রানের ইনিংস বোঝাল কেন তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয় ৷

এদিকে ম্যাচে 4 ওভার বল করে 45 রান দেওয়া সত্বেও সুপারওভারে কেন বুমরাকে বোলিং করতে ডাকা হল তা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই ৷ শামি, শার্দুলরা থাকতেও অতিরিক্ত বুমরা নির্ভরতাই কি এর কারণ ? সুপারওভারে বুমরা দিলেন 17 রান, যেটা মোটেও বুমরা সুলভ ছিল না ৷ এদিকে 18 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দেখা গেল রোহিত ম্যাজিক ৷ ফলে স্বভাবতই ভারতের পাখির চোখ কিন্তু হোয়াইট ওয়াশের দিকেই ৷

Last Updated : Jan 29, 2020, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details