পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 25, 2020, 8:17 PM IST

ETV Bharat / sports

প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফের অকল্যান্ডে নামছে ভারত

প্রথম ম্যাচ জিতে বিদেশে টুর্নামেন্ট শুরু করায় এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম কোহলি ৷ ফলে একই স্টেডিয়ামে আগামীকাল ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ়ে লিড ধরে রাখতে চাইবে ভারত ৷ এদিকে প্রথম ম্যাচে প্রথম 7 ওভারে 97 রান তোলা সত্ত্বেও 203 রানেই আটকে যায় কিউয়িরা ৷ তাই ডেথ ওভারে ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন নিউজ়িল্যান্ড ব্যাটসম্যান রস টেলারও ৷

image
ভারত বনাম নিউজ়িল্যান্ড

অকল্যান্ড, 25 জানুয়ারি : মাত্র দু’দিন আগে নিউজ়িল্যান্ড পৌঁছে সিরিজ়ের প্রথম টি-20 ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত ৷ অকল্যান্ডে প্রথম টি-20 তে শুরুর দিকে বল হাতে সমস্যায় পড়লেও শেষের দিকে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা ৷ অন্যদিকে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট, লোকেশ, শ্রেয়সরা ৷ রবিবার সিরিজ়ের দ্বিতীয় টি-20 ম্যাচে ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া ৷


প্রথম ম্যাচ জিতে বিদেশে টুর্নামেন্ট শুরু করায় এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম কোহলি ৷ ফলে একই স্টেডিয়ামে আগামীকাল ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ়ে লিড ধরে রাখতে চাইবে ভারত ৷ এদিকে প্রথম ম্যাচে প্রথম 7 ওভারে 97 রান তোলা সত্ত্বেও 203 রানেই আটকে যায় কিউয়িরা ৷ তাই ডেথ ওভারে ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন নিউজ়িল্যান্ড ব্যাটসম্যান রস টেলারও ৷

প্রথম ম্যাচে অকল্যান্ডের 22 গজে প্রচুর রান উঠেছে ৷ রবিবারও এর কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ এছাড়া অকল্যান্ডের মাঠও ছোট ৷ ফলে সহজেই মাঠ ক্লিয়ার করা যায় ৷ তাই আরও একবার চার-ছক্কার ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট প্রেমীরা ৷ প্রথম ম্যাচে বোলিং করার সময় চোট পান বুমরা ৷ তবে গুরুতর নয় চোট ৷ তাই সম্ভবত একই দল নিয়ে মাঠে নামছে ভারত ৷

নিউজ়িল্যান্ডের ঘরের মাঠে খেলা হলেও ভারতকে এগিয়ে রাখছে ক্রিকেট মহল ৷ প্রথম ম্যাচেই ফর্মে পাওয়া গেছে ভারতের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ৷ বিশ্বকাপের পর থেকে কোনও সিরিজ় হারেনি ভারত ৷ তাই নিউজ়িল্যান্ডেও একই ধারা বজায় রাখতে চাইবে টিম কোহলি ৷

ABOUT THE AUTHOR

...view details