অকল্যান্ড, 25 জানুয়ারি : মাত্র দু’দিন আগে নিউজ়িল্যান্ড পৌঁছে সিরিজ়ের প্রথম টি-20 ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত ৷ অকল্যান্ডে প্রথম টি-20 তে শুরুর দিকে বল হাতে সমস্যায় পড়লেও শেষের দিকে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা ৷ অন্যদিকে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট, লোকেশ, শ্রেয়সরা ৷ রবিবার সিরিজ়ের দ্বিতীয় টি-20 ম্যাচে ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া ৷
প্রথম ম্যাচ জিতে বিদেশে টুর্নামেন্ট শুরু করায় এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম কোহলি ৷ ফলে একই স্টেডিয়ামে আগামীকাল ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ়ে লিড ধরে রাখতে চাইবে ভারত ৷ এদিকে প্রথম ম্যাচে প্রথম 7 ওভারে 97 রান তোলা সত্ত্বেও 203 রানেই আটকে যায় কিউয়িরা ৷ তাই ডেথ ওভারে ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন নিউজ়িল্যান্ড ব্যাটসম্যান রস টেলারও ৷