পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2020 T-২০ বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাত্রা শুরু ভারতের

অস্ট্রেলিয়ার মাটিতে 2020 ICC T-২০ বিশ্বকাপে 24 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 বিশ্বকাপের যাত্রা শুরু ভারতের

By

Published : Jul 19, 2019, 6:29 AM IST

দুবাই, 19 জুলাই : ঘোষিত হল 2020 ICC T-২০ বিশ্বকাপের ক্রীড়াসূচি । অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শুরু আগামী বছরের 18 অক্টোবর । ফাইনাল অনুষ্ঠিত হবে 15 নভেম্বর । প্রথম সেমিফাইনাল SCG-তে 11 নভেম্বর । সেই দিনই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে অ্যাডিলেড ওভালে ।

বিশ্বকাপের মূলপর্বের খেলা শুরু হবে 24 অক্টোবর । সেই দিনই পারথে খেলতে নামবে 2007 সালের চ্যাম্পিয়ন ভারত । প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । তবে ওইদিন প্রথম ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান । গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ম্যাচ খেলবে 25 অক্টোবর, মেলবোর্নে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ।

T-২০ বিশ্বকাপে ভারতের সূচি :

  • 24 অক্টোবর, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, পারথ
  • 29 অক্টোবর, ভারত বনাম A2 (কোয়ালিফায়ার), মেলবোর্ন
  • 1 নভেম্বর, ভারত বনাম ইংল্যান্ড, মেলবোর্ন
  • 5 নভেম্বর, ভারত বনাম B1 (কোয়ালিফায়ার), অ্যাডিলেড
  • 8 নভেম্বর, ভারত বনাম আফগানিস্তান, সিডনি

মূলপর্বে খেলবে মোট 12টি দল । দু'টি গ্রুপে থাকবে ছ'টি করে দল । 31 ডিসেম্বর, 2018 পর্যন্ত ICC T-২০ ব়্যাঙ্কিংয়ে থাকা প্রথম আটটি দেশ ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে । বাকি চারটি দল খেলবে প্রথম রাউন্ডে যোগ্যতা অর্জনের ভিত্তিতে । প্রথম রাউন্ডে কোয়ালিফায়ারদের সঙ্গে খেলবে ICC ব়্যাঙ্কিংয়ে যথাক্রমে 9 ও 10 নম্বরে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশ ।

গ্রুপ-1 : পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, নিউজ়িল্যান্ড, গ্রুপ-A টিম 1 এবং গ্রুপ-B টিম 2

গ্রুপ-2: ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, গ্রুপ-B টিম 1 এবং গ্রুপ-A টিম 2

ABOUT THE AUTHOR

...view details