চেন্নাই, 8 ফেব্রুয়ারি : কুলদীপ যাদবের পরিবর্তে তাঁকে দলে নেওয়া হয়েছিল ৷ অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে ওয়াশিংটন সুন্দরের ব্যাটে অগাধ ভরসা ছিল ৷ ভরসার দাম রাখলেন ভারতীয় অলরাউন্ডার ৷ হাতে মাত্র চারটি উইকেট নিয়ে সাবধানী ইনিংস খেললেন ৷ 138 বলে অপরাজিত 85 রানের ইনিংস খেললেন ৷ কেরিয়ারের দ্বিতীয় টেস্টে শতরান হাতছাড়া হলেও প্রথম ইনিংসে ভারতের স্কোর তিনশোর উপরে নিয়ে গেলেন ৷ ইংল্যান্ডের 578 রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তুলেছে 337 রান ৷
ব্রিসবেনে অভিষেক ম্যাচেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন ৷ সেই ধারাবাহিকতা বজায় রাখলেন ওয়াশিংটন সুন্দর ৷ 9টি বাউন্ডারির সাহায্যে 82 বলে অর্ধশতরান হাঁকান তিনি ৷ ইনিংসের 87তম ওভারে সুন্দর-অশ্বিন জুটিতে ভাঙন ধরান জ্যাক লিচ ৷ জস বাটলারের দস্তানায় ধরা পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন অশ্বিন (91 বলে 31 রান) ৷ ততক্ষণে অবশ্য ভারতের স্কোর তিনশোর গণ্ডি পার করে যায় ৷