পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্লিন বোল্ড অন্যান্য ক্রীড়াসংস্থা , ফেসবুকে টপ ICC - CRICKET

ICC-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকর্ষণীয় 'কনটেন্ট' এর মাধ্যমে ক্রিকেট প্রেমীদের এক জায়গায় নিয়ে আসা যে ক্রিকেটের শক্তির আরেকটি নমুনা তার প্রমাণ ক্রাউড ট্যাঙ্গল-এর বিশ্লেষণ। কোভিড-19 প্যানডেমিকের সময়ে বিশ্বের অন্যান্য ক্রীড়া সংস্থার তুলনায় ICC-র ফেসবুক পেজে ভিউ বেড়েছে দ্বিগুণেরও বেশি।

ICC
ICC

By

Published : Aug 8, 2020, 3:14 AM IST

দুবাই , 7 অগাস্ট : কোরানা প্যানডেমিকের আবহে অন্যান্য ক্রীড়াসংস্থাগুলোকে টেক্কা দিল ICC। কোরোনার জেরে চলতি বছরের প্রথম 6 মাসের বেশিরভাগটাই বন্ধ ছিল খেলাধুলো । ঘরে বসে পুরোনো খেলার ভিডিয়ো দেখেই সময় কাটিয়েছেন ক্রীড়াপ্রেমীরা । এখানেই অন্যন্য সব খেলাকে টেক্কা দিয়েছে ক্রিকেট ।

সারা বিশ্বে সোশাল নেটওয়ার্কিং সাইট হিসেবে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক । ফলে অন্যান্য সোশাল নেটওয়ার্কিংসাইটের থেকে ফেসবুকে ভিডিয়ো দেখার হার বেশি । আর ফেসবুকে দেখা খেলার ভিডিয়োর তালিকায় শীর্ষে ক্রিকেট, অর্থাৎ ICC-র ভিডিয়ো ।

ফেসবুকের বিশ্লেষক অ্যাপ 'ক্রাউড ট্যাঙ্গল'-এর সমীক্ষায় জানা গেছে, সমস্ত ক্রীড়াসংস্থার মধ্যে ফেসবুকে ICC-র ভিডিও চলতি বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে । এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা।

ICC-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকর্ষণীয় 'কনটেন্ট' এর মাধ্যমে ক্রিকেট প্রেমীদের এক জায়গায় নিয়ে আসা যে ক্রিকেটের শক্তির আরেকটি নমুনা তার প্রমাণ ক্রাউড ট্যাঙ্গল-এর বিশ্লেষণ। কোভিড-19 প্যানডেমিকের সময়ে বিশ্বের অন্যান্য ক্রীড়াসংস্থার তুলনায় ICC-র ফেসবুক পেজে ভিউ বেড়েছে দ্বিগুণেরও বেশি।

2020 সালের অর্ধেক সময় মানে প্রথম ছয় মাস পর্যন্ত ICC-র ফেসবুক পেজে ভিডিয়ো দেখা হয়েছে 165 কোটি বার । এর ফলেই ফেসবুকে ভিডিয়ো দেখার সংখ্যায় অন্যান্য ক্রীড়াসংস্থাগুলোকে টপকে যায় ICC । এপ্রিল থেকে জুনে সময়ে অন্যান্য লিগ ও ক্রীড়াসংস্থাগুলোর পেজের তুলনায় ICC-র পেজে ক্রীড়াপ্রেমীদের আনাগোনা আড়াইগুণ বেশি ছিল । এছাড়াও গত 12 মাসের হিসেব কষলেও ICC-র ফেসবুক পেজকে কোনও সংস্থা টেক্কা দিতে পারেনি।

ABOUT THE AUTHOR

...view details