ডাবলিন, 5 মে : গতবছর প্রথমবার ODI-তে ওপেন করতে নেমে 300-র গণ্ডি পার করেছিল কোনও জুটি । সেইবার পাকিস্তানের হয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 304 রান করেছিলেন ফাকর জ়ামান ও ইমাম-উল-হক । এক বছর যেতে না যেতেই সেই রেকর্ড ভাঙল উইন্ডিজ়ের ওপেনিং জুটি । আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 365 রান করলেন জন ক্যাম্পবেল ও সাই হোপ জুটি । যে কোনও উইকেটের নিরিখে এই পার্টনারশিপ দ্বিতীয় সর্বোচ্চ । ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলসের জ়িম্বাবোয়ের বিরুদ্ধে 372-এর রেকর্ড একটুর জন্য ভাঙতে পারলেন না ক্যাম্পবেল -হোপ জুটি ।
একদিনের ক্রিকেটে ওপেনিংয়ে বিশ্বরেকর্ড উইন্ডিজ় জুটির - world record
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 365 রান করলেন জন ক্যাম্পবেল ও সাই হোপ জুটি । যে কোনও উইকেটের নিরিখে এই পার্টনারশিপ দ্বিতীয় সর্বোচ্চ । ওপেনিংয়ে বিশ্বরেকর্ড ।
আজকে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যন্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড । তারপরই শুরু হয় ক্যরিবিয়ান ঝড় । জন ক্যাম্পবেল 137 বলে করেন 179 । তাঁর সঙ্গী সাই হোপ 152 বলে করেন 170 । এই জুটির উপর ভর করে নির্ধারিত 50 ওভারে উইন্ডিজ় 381 রানের বিশাল স্কোর করে । দু'জন ওপেনারকেই শেষ পর্যন্ত প্যভিলিয়নে ফেরান ব্যারি ম্যাকার্থি । এই পার্টনারশিপের উপর ভর করে 50 ওভারের ক্রিকেটে প্রথমবার উভয় ব্যাটসম্যানই 170-এর বেশি রান করলেন ।