পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাবা হলেন হার্দিক - নাতাশা স্টানকোভিচ

1 জানুয়ারি মাসে সার্বিয়ান অভিনেত্রী স্টানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সারেন হার্দিক ৷ 31 মে হার্দিক জানান বাগদত্তা নাতাশা সন্তানসম্ভবা ৷ কিছু কাছের বন্ধুদের সঙ্গে ইয়াটে করে মাঝ সুমদ্রে নিজেদের বাগদান পর্ব সারেন হার্দিক ও নাতাশা ৷

হার্দিক
হার্দিক

By

Published : Jul 30, 2020, 5:41 PM IST

দিল্লি, 30 জুলাই : পুত্র সন্তানের পিতা হলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ বাগদত্তা নাতাশা স্টানকোভিচ বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ টুইটারে একটি ছবি পোস্ট করে একথা নিজেই জানিয়েছেন হার্দিক ৷

1 জানুয়ারি মাসে সার্বিয়ান অভিনেত্রী স্টানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সারেন হার্দিক ৷ 31 মে হার্দিক জানান বাগদত্তা নাতাশা সন্তানসম্ভবা ৷ কিছু কাছের বন্ধুদের সঙ্গে ইয়াটে করে মাঝ সুমদ্রে নিজেদের বাগদান পর্ব সারেন হার্দিক ও নাতাশা ৷

ভারতের অন্যতম সফল এই অলরাউন্ডার পিঠের চোটের কারণে ভারতীয় জাতীয় দলের বাইরে ছিলেন ৷ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে জায়গা পান তিনি ৷ কিন্তু কোরোনা ভাইরাসের কারণে স্থগিত করে দেওয়া হয় সেই সিরিজ় ৷

আরও পড়ুন :- কোরোনা আতঙ্ক, US ওপেন থেকে সরে দাঁড়ালেন অ্যাশ বার্টি

26 বছরের এই অলরাউন্ডার ভারতের হয়ে খেলেছেন 11 টি টেস্ট , 54টি ওয়ানডে, এবং 40টি টি-20 ম্যাচ ৷ তিন ফর্ম্যাটে মিলিয়ে করেছেন 1 হাজার 799 রান ৷ 109টি উইকেট নিয়েছেন তিনি ৷

এই অলরাউন্ডারকে ফের মাঠে দেখা যাবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৷ মুম্বই ইন্ডিয়ান জার্সি পরে খেলবেন তিনি ৷ সেপ্টেম্বরের 19 তারিখ থেকে 8 নভেম্বর আরব আমিরশাহীতে বসছে IPL -2020 -র আসর ৷

ABOUT THE AUTHOR

...view details