দুবাই, 28 অক্টোবর : ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের 18 সদস্যের টেস্ট টিমে তাঁকে রাখা হয়েছে । এই সুযোগে বেজায় খুশি বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা । মঙ্গলবার IPL-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন বঙ্গ ক্রিকেটার । 47 বলে খেলেছেন 87 রান । ম্যাচের পর জানালেন, বছর শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গী হতে পেরে খুশি তিনি ।
মহেন্দ্র সিং ধোনির পর দেশের সেরা উইকেটকিপারের নাম যে ঋদ্ধিমান সাহা, এতে কারও দ্বিমত নেই । ধোনির অবসরের পর লাল বলের ফরম্যাটে বিরাট কোহলির আস্থা অর্জন করেছেন ঋদ্ধিমান । মাঝের একটা বছর চোটের জন্য খেলতে পারেননি । চোট সারিয়ে দলে ফেরার অপেক্ষা করলেও ততদিনে ঋষভ পন্থ নামক তরুণ প্রতিভার খোঁজ পেয়ে গেছিল ভারত । এরপর জাতীয় দলে প্রত্যাবর্তন হলেও জায়গা পাকা করতে পারেননি । বিশেষজ্ঞদের মতে, বর্ডার-গাভাসকার ট্রফি ধরে রাখার লড়াইয়ে ঋদ্ধির উপর ভরসা করাটা উচিত । গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরে সাদা জার্সিতে ঋদ্ধির উপরই হয়ত দায়িত্ব পড়তে চলেছে ।