পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আমফানে ভেঙেছে সুটে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

1992 সালে স্থাপন করা হয়েছিল শরবিন্দুনাথ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি । পোশাকি নামের আড়ালে সুটে ব্যানার্জি নামেই বেশি পরিচিত তিনি । মোহনবাগানের প্রথম শিল্ড জয়ের বছরে সুটে বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৷ 1911 সালের 3 অক্টোবর । 1980 সালের 14 অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । ডানহাতি পেস বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাঁর নৈপুণ্য ছিল চোখ ধাঁধানো ।

By

Published : Aug 9, 2020, 10:53 PM IST

Updated : Aug 10, 2020, 3:58 PM IST

সুটে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি
সুটে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি

কলকাতা, 9 অগাস্ট : প্রতিভা থাকা সত্ত্বেও উপেক্ষিত ৷ ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এই উপেক্ষিত নায়কদের সংখ্যা নেহাত কম নয় ৷ সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বাংলার ক্রীড়াবিদ ৷ তালিকায় আছেন দুর্গাশংকর মুখোপাধ্যায়, শ্যামসুন্দর মিত্র, খোকন সেন, অম্বর রায়, সুটে বন্দ্যোপাধ্যায়ের মতো আরও অনেকে ৷

উত্তর কলকাতার দীনেন্দ্র মিত্র স্ট্রিটের পাশে দেশবন্ধু পার্ক । কলকাতা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত এই পার্ক যথেষ্ট জনপ্রিয় । ছেলেমেয়েরা নিয়মিত খেলাধুলো করেন । ভোরবেলা থেকেই পার্ক গমগম করে ৷ মানুষজনের আসা যাওয়ায় শুরু হয় । বর্তমান লকডাউনে স্বাভাবিক সময়ের ছবি ফিকে হয়ে গেছে । তবে একেবারে বন্ধ হয়েছে, তা বলা যাবে না । কারণ রবিবারের সকালেও পার্কের মাঠে ফুটবল খেলতে দেখা গেল স্থানীয় যুবকদের ।

এই পার্কের ডানদিকে 1992 সালে স্থাপন করা হয়েছিল শরবিন্দুনাথ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি । পোশাকি নামের আড়ালে সুটে ব্যানার্জি নামেই বেশি পরিচিত তিনি । মোহনবাগানের প্রথম শিল্ড জয়ের বছরে সুটে বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৷ 1911 সালের 3 অক্টোবর । 1980 সালের 14 অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । ডানহাতি পেস বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাঁর নৈপুণ্য ছিল চোখ ধাঁধানো । ভারতের হয়ে একটি সরকারি টেস্ট ম্যাচ খেলা ছাড়াও, 4টি বেসরকারি টেস্ট ম্যাচ খেলেছিলেন সুটে বন্দ্যোপাধ্যায় ।

ভেঙে পড়ে আছে সুটে বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি

1992 সালে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়েছিল । বোলিং অ্যাকশনের ভঙ্গিতে সুটে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করেছিলেন সি টি সারওয়াতে । উপস্থিত ছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজা । ছিলেন কিংবদন্তি ব্যাটসম্যান পঙ্কজ রায়, প্রয়াত প্রাক্তন BCCI সভাপতি জগমোহন ডালমিয়া ও বিচারপতি মুকুল গোপাল ।

কিন্তু ফাইবার গ্লাসে গড়া মূর্তি আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় । মাথার উপরের চাল উড়ে গিয়েছে । পা-ও ভেঙে গেছে মূর্তির । প্রাক্তন টেস্ট ক্রিকেটারের মূর্তির বেহাল দশা দেখে সরব তাঁর পরিবার । গত দুই মাস ধরে এইভাবে পড়ে রয়েছে সুটে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি । নাতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘আমার দাদু চিরকাল উপেক্ষিত । সেই উপেক্ষার ছবি এবার যেন মূর্তিতে পড়েছে । আমফানের ঝড়ে এই অবস্থা হয়েছে । আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি । তাঁরা আশ্বাস দিয়েছেন । কোরোনা ভাইরাসের প্রকোপে অবস্থা কঠিন । পৌরপিতা অতীন ঘোষ আশ্বাস দিয়েছেন । তবে ওইটুকুই । পরিবারের তরফে আবেদন, মূর্তির সঠিক রূপ ফিরিয়ে দেওয়া হোক । আশাকরি একজন প্রাক্তন টেস্ট ক্রিকেটারের এইটুকু সম্মান প্রাপ্য ।’’ তবে রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

কলকাতা শহরে মূর্তির অভাব নেই । আমফান ঝড় অনেক ক্ষতি করেছে । দু'মাস পরেও তার ছাপ রয়েছে । দেশবন্ধু পার্কের সুটে ব্যন্দ্যোপাধ্যায়ের মূর্তি ফের দেখিয়ে দিল যে মূর্তিগুলির রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে হয় না ৷

Last Updated : Aug 10, 2020, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details