তিরুবনন্তপুরম, 13 জুন: মহেন্দ্র সিং ধোনির কাছে ক্ষমা চাওয়া উচিত ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ৷ এমনটাই মনে করেন দেশের ডানহাতি ফাস্ট বোলার সান্তাকুমারণ শ্রীসন্থ ৷ নিজের লেখা বইয়ে 2019 বিশ্বকাপে ধোনির পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্টোকস ৷ যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছিল ৷
গতবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 31 রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বিরাট কোহলির দল ৷ মহেন্দ্র সিং ধোনির মতো ফিনিশারও কিউয়িদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনতে পারেননি ৷ যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছিল ৷ অনেকেই ভারতের হারের পিছনে প্রাক্তন অধিনায়ককেই দায়ী করেন ৷ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস তাঁর বই "অন ফায়ার"-এ বিশ্বকাপে ধোনির পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন ৷ যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল ৷
সেই বিতর্ক প্রসঙ্গে শ্রীসন্থ বলেন, "ধোনির মতো একজন বড় মাপের খেলোয়াড়ের উপর কেউ কীভাবে প্রশ্ন তুলতে পারে ? ধোনিকে নিয়ে স্টোকসের মন্তব্যে আমার খুব রাগ হয়েছে ৷ ও কী করে বলতে পারে যে ধোনি ওই টুর্নামেন্টে নিজের সেরাটা দেয়নি ? এই মন্তব্যের জন্য স্টোকসের ক্ষমা চাওয়া উচিত ৷" ধোনির উপর প্রশ্ন না তুলে বরং ইংল্যান্ড যেভাবে বিশ্বকাপ জিতেছে তা নিয়ে স্টোকসের খুশি থাকা উচিত, বলেছেন ভারতীয় পেসার ৷
মাহির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খোলেন শ্রীসন্থ ৷ তাঁর কথায়, "শেষবার ওর সঙ্গে কবে কথা হয়েছিল সেটাই মনে করতে পারছি না ৷ মনে হয় 2013 সালে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ম্যাচে কথা হয়েছিল ৷ আমার জন্য় ধোনি ভাই সবসময় একজন শ্রদ্ধার মানুষ ৷" ধোনির অবসর প্রসঙ্গে তিনি বলেন, "এই বিষয়ে ধোনিকে একলা ছেড়ে দেওয়া উচিত ৷ 38 বছরের হলেও এখনও ও যথেষ্ট ফিট ৷ ধোনি একজন কিংবদন্তি ৷ আমার মতে ধোনি যতদিন চাইবে ততদিন ওকে খেলতে দেওয়া উচিত ৷"