দিল্লি, 22 মে : আমফানের দাপটে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । ভেঙে গিয়েছে কয়েক হাজার গাছ ৷ গৃহহীন হয়েছেন অনেকে ৷ মৃত্যুও হয়েছে 80 জনের ৷ গতকালই ভারত অধিনায়ক বিরাট কোহলি ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছিলেন ৷ আজ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড হাসিও আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করলেন ৷
আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা ডেভিড হাসির - ডেভিড হাসি
বিরাট কোহলির পর এবার অজ়ি তারকা ডেভিড হাসি আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করলেন ৷
কলকাতা নাইট রাইডার্সের প্রধান মেন্টর ডেভিড হাসি আজ টুইটারে লেখেন, ’’আমি আমফান দুর্গত কলকাতাবাসীর জন্য প্রার্থনা করি ৷’’ এর আগে বিরাট কোহলিও দুর্গতদের জন্য প্রার্থনা করেছিলেন ৷ একই পথ অনুসরন করে রবীন্দ্র জাদেজাও রাজ্যবাসীর হয়ে পার্থনা করেন ৷
ঘূর্ণিঝড় আমফানের দাপটে রাজ্যের একাধিক এলাকা বিপর্যস্ত ৷ প্রায় গোটা দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়েছে ৷ রাজ্যে কয়েক হাজার বাড়ি ভেঙে গেছে ৷ শহর কলকাতাও বিপর্যস্ত ৷ আর পরিস্থিতি দেখতে আজ রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।