পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের সেন্ট লুসিয়া জৌকসের নেতৃত্বে ড্যারেন সামি - cricket

2013 সাল থেকে সেন্ট লুসিয়ার সঙ্গে যুক্ত ড্যারেন সামি । এর আগে একবারই এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অধিনায়কত্ব করেছে তিনি । তাই সেন্ট লুসিয়া এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের মনের খুব কাছের ।

ফের সেন্ট লুসিয়া জৌকসের নেতৃত্বে ড্যারেন সামি
ফের সেন্ট লুসিয়া জৌকসের নেতৃত্বে ড্যারেন সামি

By

Published : Apr 22, 2020, 5:07 PM IST

সেন্ট লুসিয়া, 22 এপ্রিল: ফের একবার সেন্ট লুসিয়া জৌকসের নেতৃত্বভার সামলাতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি । 2020 ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়ার হয়ে নেতৃ্ত্ব দেবেন এই অলরাউন্ডার । কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও দীর্ঘ পাঁছ বছর পর সামির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ।

2013 সাল থেকে সেন্ট লুসিয়ার সঙ্গে যুক্ত ড্যারেন সামি । এর আগে একবারই এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অধিনায়কত্ব করেছে তিনি । তাই সেন্ট লুসিয়া এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের মনের খুব কাছের । দ্বিতীয়বার নেতৃত্বভার পেয়ে দুবারের টি-20 বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, "এই ফ্র্যাঞ্চাইজি আমার হৃদয়ের খুব কাছের । আরও একবার এই দলের নেতৃত্বের ভার পেয়ে নিজেকে গর্বিত মনে করছি । ঘরের মাঠে ক্রিকেট পাগল দর্শকদের সামনে খেলার অনুভূতিটাই আলাদা ।"

এই বিষয়ে সেন্ট সুলিয়ার কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, "সেন্ট লুসিয়া এবং ফের একবার ড্যারেনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি । পাঁচ বছর আগে পাকিস্তান সুপার লিগে ও যখন পেশওয়ার জালমির অধিনায়ক ছিল তখন ওর সঙ্গে কাজ করেছি । দর্শকদের বিনোদন দেওয়া এবং সেন্ট লুসিয়ার সাফল্যের জন্য ও সব করতে পারে ।"

ABOUT THE AUTHOR

...view details