পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনা আতঙ্ক, মুম্বইয়ের সদর দপ্তর বন্ধ করল BCCI - BCCI

আজ থেকেই মুম্বইয়ে BCCI-এর সদর দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সমস্ত কর্মচারীকে ঘর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরবর্তী নোটিস আসা পর্যন্ত ভারতের সমস্ত ক্রিকেট ইভেন্ট স্থগিত রাখার নির্দেশ দিয়েছে BCCI ৷

image
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড

By

Published : Mar 17, 2020, 6:38 AM IST

মুম্বই, 17 মার্চ : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা আতঙ্ক ৷ বাদ যায়নি ভারতও ৷ ইতিমধ্যে ভারতের কয়েকটি রাজ্যে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বাড়ি থেকে কাজ করার নিদান দেওয়া হয়েছে কয়েকটি সংস্থার পক্ষ থেকে ৷ এবার সেই পন্থাই অবলম্বন করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ BCCI এর সমস্ত কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে ৷

আজ থেকেই মুম্বইয়ে BCCI-এর সদর দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সমস্ত কর্মচারীকে ঘর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরবর্তী নোটিস আসা পর্যন্ত ভারতের সমস্ত ক্রিকেট ইভেন্ট স্থগিত রাখার নির্দেশ দিয়েছে BCCI ৷

ইতিমধ্যে IPL 15 এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া বাকি ঘরোয়া টুর্নামেন্ট যেমন, ইরানি কাপ, মহিলা চ্যালেঞ্জার্স ট্রফিও আপাতত স্থগিত করে রাখা হয়েছে ৷

COVID-19 ভাইরাস বিশ্বজুড়ে ক্রীড়াক্ষেত্রে ব্যপক প্রভাব ফেলেছে ৷ বহু বড় বড় টুর্নামেন্টকে হয় বাতিল নয়তো স্থগিত করে রাখতে হয়েছে ৷ এমনকী জুলাইয়ে শুরু হতে চলা অলিম্পিক গেমসের উপরেও অনিশ্চিতের কালো মেঘ ৷ অলিম্পিকের অনেক যোগ্যতা নির্ণায়ক ম্যাচও বাতিল করতে হয়েছে কোরোনার দাপটের জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details