পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রিকেটারদের বেতন কাটছাঁটের পথে যাচ্ছে না BCCI - বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

পরিস্থিতি যা তাতে আদৌ এবছর IPL হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে । এই বিপুল ক্ষতির সামনে দাঁড়িয়েও ক্রিকেটারদের বেতন কাটার কথা এখনই ভাবছে না BCCI ।

BCCI
BCCI

By

Published : May 15, 2020, 8:23 PM IST

মুম্বই, 15 মে: এই মুহূর্তে ক্রিকেটারদের বেতনে কাটছাঁট করার কথা ভাবছে না BCCI । বরং অন্যান্য দিক থেকে খরচ কমানোর চেষ্টা করছে তারা । একথা জানিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ।

কোরোনা আতঙ্কে জুন পর্যন্ত সমস্ত সিরিজ় স্থগিত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । এর মধ্যে রয়েছে IPL । ক্রিকেট বন্ধ থাকার কারণে অন্যান্য ক্রিকেট বোর্ডের মতোই লোকসানের মুখে পড়েছে BCCI । বিশেষ করে IPL স্থগিত হয়ে যাওয়ায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে বোর্ড । এক্ষেত্রে ক্ষতির পরিমাণ 4 হাজার কোটি টাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অরুণ ধুমাল । টুর্নামেন্টে কাটছাঁট করে, বিদেশি ক্রিকেটারদের ছাড়াই IPL করার প্র্স্তাব এসেছে ফ্র্যাঞ্চাইজ়িগুলির থেকে । যদিও পরিস্থিতি যা তাতে আদৌ এবছর IPL হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে । এই বিপুল ক্ষতির সামনে দাঁড়িয়েও ক্রিকেটারদের বেতন কাটার দিকে পা বাড়াচ্ছে না বোর্ড ।

অরুণ ধুমাল বলেন, "বেতন কাটা নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি । আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারব বলে আশা করছি । এটা সত্যি যে IPL থেকে বোর্ডের একটা বড় অঙ্কের আয় হয় । তবে ক্রিকেটারদের বেতন কাটার থেকে অন্যান্য দিকে খরচ কমানোর কথা ভাবা হচ্ছে । একান্তই যদি কোনও উপায় না থাকে তখন বেতন কাটছাঁটের কথা ভাবা হবে । তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা না হলে কখনওই বেতন কাটা হবে না ।"

ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সহ কয়েকটি ক্রিকেট বোর্ড । অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই কর্মী ছাঁটাই করেছে । বেশ কয়েকটি বোর্ড ক্রিকেটারদের বেতন কাটার দিকে ঝুঁকেছে । কিন্তু আপাতত সেই পথে হাঁটতে রাজি নয় BCCI । বোর্ডের চুক্তি অনুযায়ী "এ" গ্রেডের ক্রিকেটাররা বছরে 7 কোটি টাকা বেতন পান । IPL না হলে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে দেওয়া হবে সেকথাই এখন ভাবছে বোর্ড ।

ABOUT THE AUTHOR

...view details