দিল্লি, 24 জানুয়ারি : ভারত বনাম ইংল্যান্ড টি -20 সিরিজ়ে মাঠে দর্শক প্রবেশের অমুনতি দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ কোরোনা পরবর্তী পরিস্থিতিতে ভারতে ক্রিকেট ফিরেছে ৷ সম্প্রতি ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হয়েছে ৷ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷ ইতিমধ্যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে চেন্নাইয়ে দুটি টেস্ট খেলা হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে ৷ কিন্তু টি-20 সিরিজ়ে দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বিসিসিআই ৷
আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে 12 মার্চ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টি-20 সিরিজ় ৷ সাংবাদিকদের বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, আমেদাবাদে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুমতি দিতে চায় বোর্ড ৷ তবে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে স্থানীয় প্রশাসনের অনুমতি পাওয়ার পরই ৷
তিনি বলেন, ‘‘ আমরা দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দিতে চাইছি ৷ যাতে সবাই একটি দুরন্ত টি-20 সিরিজ় উপভোগ করতে পারেন ৷ তবে কতজনকে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে সেটা ঠিক করা হয়নি ৷ পরিকল্পনা আছে দর্শকাসনের 50 শতাংশ ভরতি করা ৷ কিন্তু ফাইনাল সিদ্ধান্ত সরকাররে অনুমতির উপর নির্ভর করছে ৷ আমদের কাছে সুরক্ষার বিষয়টি সবার উপরে ৷’’