মুম্বই, 23 নভেম্বর : প্যানডেমিকের মধ্যেও সাফল্যের সঙ্গে IPL আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । জৈব সুরক্ষা বলয় তৈরি করে আটটি দল নিয়ে আরব আমিরশাহীতে ক্রিকেটের মহাযজ্ঞ ভালোভাবেই সম্পন্ন হয়েছে । এবার IPL থেকে ভালো আয় করেছে তারা । বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের দাবি অনুযায়ী, স্বত্ব বাবদ 4 হাজার কোটি টাকা আয় করেছে তারা ।
প্য়ানডেমিকের মধ্যেও IPL থেকে 4 হাজার কোটি টাকা আয় BCCI-এর - আমিরশাহীর আইপিএল থেকে ৪০০০ কোটি টাকা আয় বিসিসিআইয়ের
অরুণ ধুমাল বলেন, "গতবারের তুলনায় এবছরের IPL-এ 35 শতাংশ খরচ কম করেছে বোর্ড । প্যানডেমিকের সময় আমরা 4 হাজার কোটি টাকা আয় করেছি ।"
কোরোনার সংক্রমণের কারণে চলতি বছরে ভেস্তে যেতে বসেছিল IPL-এর আসর । সূচি অনুযায়ী 29 মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও প্যানডেমিকের কারণে তা পিছিয়ে যায় । শেষে আরব আমিরশাহীতে তা আয়োজন করা হয় ।
অরুণ ধুমাল বলেন, "গতবারের তুলনায় এবছরের IPL-এ 35 শতাংশ খরচ কম করেছে বোর্ড । প্যানডেমিকের সময় আমরা 4 হাজার কোটি টাকা আয় করেছি । টিভিতে আমাদের দর্শক সংখ্যা 25 শতাংশ বেড়েছে । এছাড়া উদ্বোধনী ম্যাচে দর্শক সংখ্যা রেকর্ড গড়েছে । যারা আমাদের নিয়ে সন্দিগ্ধ ছিল তারাই এসে ধন্যবাদ জানিয়েছে ।"