পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার আর্থিক ক্ষতি, ডিসেম্বরে টেস্ট খেলতে যেতে পারে ভারত - কোরোনা ভাইরাস

COVID-19 মহামারির কারণে বিপুলভাবে আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ হিসাবমতো 300 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খোয়াতে চলেছে তারা ৷ এমনকী 80 শতাংশ কর্মচারীকে ছেঁটে ফেলতেও বাধ্য হয়েছে তারা ৷ ফলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাঁচাতে ভারতকে অস্ট্রেলিয়া এসে টেস্ট সিরিজ় খেলার অনুমতি দিতে পারে সরকার ৷

image
ক্রিকেট অস্ট্রেলিয়া

By

Published : Apr 25, 2020, 3:46 PM IST

দিল্লি, 25 এপ্রিল : লকডাউন চললেও ভারতীয় ক্রিকেট দলকে সেদেশে যাওয়ার অনুমতি দিতে পারে অস্ট্রেলিয়া সরকার ৷ বছরের শেষ দিকে ভারত বনাম অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ় হওয়ার কথা ছিল ৷ কিন্তু বিশ্বজুড়ে থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস ৷ ফলে ভারতের অস্ট্রেলিয়া সফর আপাতত বিশ বাঁও জলে ৷

COVID-19 মহামারির কারণে বিপুলভাবে আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ হিসাবমতো 300 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খোয়াতে চলেছে তারা ৷ এমনকী 80 শতাংশ কর্মচারীকে ছেঁটে ফেলতেও বাধ্য হয়েছে তারা ৷ ফলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাঁচাতে ভারতকে অস্ট্রেলিয়া এসে টেস্ট সিরিজ় খেলার অনুমতি দিতে পারে সরকার ৷ বর্তমানে 30 সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সীমান্ত সিল করা আছে ৷ প্রয়োজনে তা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর ৷

সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবে সরকারের তরফে উৎসাহব্যাঞ্জক ইঙ্গিত মিলেছে ৷ ভারতের অস্ট্রেলিয়া সফর অজ়ি বোর্ডের জন্য অত্যন্ত লাভজনক বলেও মনে করা হচ্ছে ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই আর্থিক বছরে ব্রডকাস্ট পার্টনারের থেকে প্রায় 500 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় করতে পারত ৷ এমনকী, যদি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয় এবং শুধুমাত্র খেলা TV -তে সম্প্রচারিত হয় তাহলে তারা 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হারাবেন ৷ কিন্তু যদি ভারত খেলতে না যায় তাহলে অস্ট্রেলিয়া বোর্ডের বিপুল পরিমাণ ক্ষতি হবে ৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার বলেন, ‘‘ সরকার ক্রীড়া প্রতিয়োগিতাগুলি ফের চালু করার জন্য সমস্ত বিকল্প চিন্তা-ভাবনা শুরু করেছে৷’’

ABOUT THE AUTHOR

...view details