দিল্লি, 25 এপ্রিল : লকডাউন চললেও ভারতীয় ক্রিকেট দলকে সেদেশে যাওয়ার অনুমতি দিতে পারে অস্ট্রেলিয়া সরকার ৷ বছরের শেষ দিকে ভারত বনাম অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ় হওয়ার কথা ছিল ৷ কিন্তু বিশ্বজুড়ে থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস ৷ ফলে ভারতের অস্ট্রেলিয়া সফর আপাতত বিশ বাঁও জলে ৷
COVID-19 মহামারির কারণে বিপুলভাবে আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ হিসাবমতো 300 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খোয়াতে চলেছে তারা ৷ এমনকী 80 শতাংশ কর্মচারীকে ছেঁটে ফেলতেও বাধ্য হয়েছে তারা ৷ ফলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাঁচাতে ভারতকে অস্ট্রেলিয়া এসে টেস্ট সিরিজ় খেলার অনুমতি দিতে পারে সরকার ৷ বর্তমানে 30 সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সীমান্ত সিল করা আছে ৷ প্রয়োজনে তা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর ৷