পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্ট জিতে ইতিহাস আফগানিস্তানের - maiden test win

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। দেরাদুনে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার টেস্ট ম্যাচ জিতল আফগানরা। ২০১৭ সালে টেস্ট খেলিয়ে দেশের তকমা পাওয়ার পর নিজেদের দ্বিতীয় টেস্টে জয়ের মুখ দেখল আফগানিস্তান।

By

Published : Mar 18, 2019, 8:46 PM IST

দেরাদুন, ১৮ মার্চ : আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। দেরাদুনে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার টেস্ট ম্যাচ জিতল আফগানরা। জেতার জন্য তুলতে হত ১৪৭ রান। ইহসানউল্লাহ ও রহমত শাহর ব্যাটিংয়ে সেই লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় আফগানিস্তান। রহমত করেন ৭৬। ইহসানউল্লাহ অপরাজিত ছিলেন ৬৫ রানে। ম্যাচের সেরা হয়েছেন রহমত শাহ। দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেন তিনি।

আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন রশিদ খান। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট দখল করেছেন তিনি। এর জেরে সবচেয়ে কম বয়সী আফগান ক্রিকেটার (২০ বছর ১৮৭ দিন) হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ধারায় ৫ উইকেট দখল করে রেকর্ড করেছেন রশিদ।

২০১৭ সালে টেস্ট খেলিয়ে দেশের তকমা পাওয়ার পর নিজেদের দ্বিতীয় টেস্টে জয়ের মুখ দেখল আফগানিস্তান। এর আগে ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলেছিল আফগানিস্তান।

টসে জিতে প্রথমে ব্যাটিং করেছিল আয়ারল্যান্ড। ১৭২ রানে গুটিয়ে যায় তারা। আফগানিস্তান জবাবে ব্যাটিংয় করতে নেমে সব উইকেট হারিয়ে তোলে ৩১৪ রান। ১৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড তোলে ২৮৮। ফলে চতুর্থ ইনিংসে জয়ের জন্য আফগানিস্তানের সামনে ১৪৭ রানের বেশি লিড দিতে পারেনি আইরিশরা।

এদিকে ম্যাচ হারলেও টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের বোলার টিম মুরতাঘ। তবে তাঁর রেকর্ডটি ব্যাট হাতে। এগারো নম্বরে ব্যাট করতে নেমে দু'টি ইনিংসেই ২৫ এর বেশি রান করেছেন তিনি। প্রথম ইনিংসে ৭৫ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন টিম। দ্বিতীয় ইনিংসেও ৩২ বলে ২৭ রান করেছেন তিনি। ১৪২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেনি।

ABOUT THE AUTHOR

...view details