পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অ্যাডিলেডে ফের সংক্রমণ, সংশয়ে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট

এই অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট দিয়ে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর সিরিজ় ৷

অ্যাডিলেডে ফের সংক্রমণ, সংশয়ে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট
অ্যাডিলেডে ফের সংক্রমণ, সংশয়ে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট

By

Published : Nov 16, 2020, 12:44 PM IST

সিডনি, 16 নভেম্বর : অস্ট্রেলিয়া পৌঁছে গেছে পুরো ভারতীয় দল ৷ ওয়ান ডে সিরিজ় শুরুর আগে নিজেদের অস্ত্রে শান দিতে শুরু করেছে দুই দলই ৷ তার মধ্যেই মাথায় বাজ ভেঙে পড়ল ক্রিকেট অস্ট্রেলিয়ার ৷ সোমবার অ্যাডিলেডে নতুন করে কোরোনা সংক্রমণের খবর এসেছে ৷ ফলে, অধিনায়ক টিম পেইনসহ পুরো অস্ট্রেলিয়া টিমকেই 14 দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ ফলে, সংশয়ে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম টেস্ট ৷ যদিও আশা ছাড়ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সূচি অনুযায়ী 17 ডিসেম্বরই অ্যাডিলেড ওভালে বর্ডার-গাভাসকার সিরিজ়ের বল গড়াবে ।

রবিবার থেকে সোমবার পর্যন্ত অ্যাডিলেডে কোরোনা সংক্রমণের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে । যে কারণে পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়ার সঙ্গে দক্ষিণ অস্ট্রেলিয়ার বর্ডার এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে । অ্যাডিলেডে আসা পর্যটকদের হোটেলেই 14 দিনের কোয়ারানটিনে রাখা হয়েছে । এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেছেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । তবে ভাববেন না এখানেই গল্প শেষ ।" অ্যাডিলেডে সিরিজ়ের প্রথম টেস্টটি নৈশালোকে খেলা হবে ৷

দক্ষিণ অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলে আসা টিম পেইন, ম্যাথু ওয়েডসহ বাকিদের আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আজই তাঁদের কোরোনা পরীক্ষা হবে ৷ অন্যদিকে ভারতীয় দল এবং যেসব অস্ট্রেলিয়ান খেলোয়াড় IPL খেলে ফিরেছেন তাঁরা সকলেই 14 দিনের কোয়ারানটিনে রয়েছেন ৷ 27 নভেম্বর সিডনিতে রয়েছে ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচ ৷ তার একদিন আগে ভারতীয় দলের কোয়ারানটিন পর্ব শেষ হচ্ছে ৷

কিছুদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছিল, অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে 27 হাজার দর্শক প্রবেশ করতে পারবে ৷ বাকি তিনটি টেস্টেও দর্শক প্রবেশের অনুমতি মিলেছে ৷ কিন্তু, নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নতুন করে ভাবতে হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details