বেঙ্গালুরু, 11 মার্চ :2019 নভেম্বর ৷ ইডেন গার্ডেন্স ৷ শেষবার বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বল টেস্টে তিন অঙ্কের রান এসেছিল তাঁর উইলোয় ৷ এরপর পেরিয়ে গিয়েছে 28 মাস, 68 ইনিংস (Virat Kohli has got no century in last 28 months) ৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শতরানহীন বিরাট কোহলি ৷ রানমেশিনের ব্যাটে শতরান না-আসার হা-পিত্যেশের শেষ কোথায় ? উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত ক্রিকেট জনতা ৷ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে চিন্নাস্বামী স্টেডিয়াম কোহলির কাছে 'সেকেন্ড হোম' ৷ শনিবার সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আরেকটি পিঙ্ক বল টেস্ট খেলতে নামছেন কোহলি ৷
ঘটনাচক্রে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন শনিবার থেকে শুরু হতে চলা গোলাপি টেস্টে একশো শতাংশ দর্শক ঠাসা গ্যালারির কথা ঘোষণা করেছে (KSCA allows 100 percent spectator capacity for Bengaluru test) ৷ হাতের তালুর মত চেনা চিন্নাস্বামীর প্রতিটা ঘাস, সঙ্গে উপরি পাওনা ফুলহাউস গ্যালারি ৷ কোহলির শতরানের আকুতিতে 'গার্ডেন সিটি'তে যেন বিরাট আয়োজন ৷ সেখানেও যদি ব্যর্থ হন প্রাক্তন অধিনায়ক, তাহলে আর কবে ?
2019 নভেম্বরে ক্রিকেটের স্বর্গোদ্যানে শেষ শতরানের (136) পর শেষ 28টি টেস্ট ইনিংসে সর্বাধিক 79 রান এসেছে বিরাটের ব্যাটে ৷ চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কেপটাউনে সেই ইনিংস খেলেছিলেন বিরাট ৷ সবমিলিয়ে গত 28টি টেস্ট ইনিংসে ছ'বার অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছেন 'দিল্লি বয়' ৷