পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kohli Back To Chinnaswamy : 'সেকেন্ড হোম' চিন্নাস্বামীতে কি ফিরবে কোহলির শতরান ভাগ্য, উত্তরের আশায় ক্রিকেট জনতা - KSCA allows 100 percent spectator capacity for Bengaluru test

ঘটনাচক্রে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন শনিবার থেকে শুরু হতে চলা গোলাপি টেস্টে দর্শকপূর্ণ গ্যালারির কথা ঘোষণা করেছে (KSCA allows 100 percent spectator capacity for Bengaluru test) ৷ হাতের তালুর মত চেনা চিন্নাস্বামীর প্রতিটা ঘাস, সঙ্গে উপরি পাওনা ফুলহাউস গ্যালারি ৷ কোহলির শতরানের আকুতিতে 'গার্ডেন সিটি'তে যেন বিরাট আয়োজন ৷

Kohli Back To Chinnaswamy
'সেকেন্ড হোম' চিন্নাস্বামীতে কি ফিরবে কোহলির শতরান ভাগ্য, উত্তরের আশায় ক্রিকেট জনতা

By

Published : Mar 11, 2022, 9:11 PM IST

বেঙ্গালুরু, 11 মার্চ :2019 নভেম্বর ৷ ইডেন গার্ডেন্স ৷ শেষবার বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বল টেস্টে তিন অঙ্কের রান এসেছিল তাঁর উইলোয় ৷ এরপর পেরিয়ে গিয়েছে 28 মাস, 68 ইনিংস (Virat Kohli has got no century in last 28 months) ৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শতরানহীন বিরাট কোহলি ৷ রানমেশিনের ব্যাটে শতরান না-আসার হা-পিত্যেশের শেষ কোথায় ? উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত ক্রিকেট জনতা ৷ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে চিন্নাস্বামী স্টেডিয়াম কোহলির কাছে 'সেকেন্ড হোম' ৷ শনিবার সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আরেকটি পিঙ্ক বল টেস্ট খেলতে নামছেন কোহলি ৷

ঘটনাচক্রে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন শনিবার থেকে শুরু হতে চলা গোলাপি টেস্টে একশো শতাংশ দর্শক ঠাসা গ্যালারির কথা ঘোষণা করেছে (KSCA allows 100 percent spectator capacity for Bengaluru test) ৷ হাতের তালুর মত চেনা চিন্নাস্বামীর প্রতিটা ঘাস, সঙ্গে উপরি পাওনা ফুলহাউস গ্যালারি ৷ কোহলির শতরানের আকুতিতে 'গার্ডেন সিটি'তে যেন বিরাট আয়োজন ৷ সেখানেও যদি ব্যর্থ হন প্রাক্তন অধিনায়ক, তাহলে আর কবে ?

2019 নভেম্বরে ক্রিকেটের স্বর্গোদ্যানে শেষ শতরানের (136) পর শেষ 28টি টেস্ট ইনিংসে সর্বাধিক 79 রান এসেছে বিরাটের ব্যাটে ৷ চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কেপটাউনে সেই ইনিংস খেলেছিলেন বিরাট ৷ সবমিলিয়ে গত 28টি টেস্ট ইনিংসে ছ'বার অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছেন 'দিল্লি বয়' ৷

কোহলি যে ফর্ম হারিয়েছেন, সে কথা জোর দিয়ে বলার উপায় ৷ চেনা কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভগুলো কোহলিসুলভই রয়েছে ৷ ঘাটতি কেবল মনোসংযোগে ৷ বয়স যেহেতু বাড়ছে তাই ঠাসা ক্রীড়াসূচি, সঙ্গে জৈব বলয়ের ক্লান্তি মনোসংযোগে বিঘ্ন হওয়ার কারণ বলে পরিগণিত হচ্ছে বিরাটের ক্ষেত্রে ৷ কিন্তু বিরাট কোহলি নামটার সঙ্গে বোধহয় এই সকল অজুহাত সাযুজ্য নয় ৷

আরও পড়ুন : রোহিতের 400তম ম্যাচে স্টেডিয়ামে ফিরছে একশো শতাংশ দর্শক

তাই প্রিয় চিন্নাস্বামীর ঠাসা গ্যালারি থেকে ঘরের ছেলে বিরাটের ব্যাটে শতরানের আবদার আগামিকাল আরও একবার আছড়ে পড়বে গ্যালারিতে ৷ বিরাট যেন সেই আবদার আর না-ফেরান ৷ চাইছে ক্রিকেট জনতা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details