পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final 2023: আইপিএল অতীত, টেস্ট চ্যাম্পিয়ন জয়ের লক্ষ্যে জাতীয় দলের অনুশীলনে অধিনায়ক রোহিত - Test Championship Final

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ গতকাল বিরাট কোহলি-সহ বেশ কয়েকজন ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেন ৷ আগামী দু’দিনে শুভমন, শামি এবং জাদেজা-সহ বাকিরাও জাতীয় দলের সঙ্গে জুড়বেন ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

By

Published : May 30, 2023, 6:40 PM IST

লন্ডন, 30 মে: বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাটরা যোগ দিয়েছিলেন আগেই ৷ আর মঙ্গলবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন অধিনায়ক রোহতি শর্মা ৷ গতকালই তিনি লন্ডন পৌঁছে গিয়েছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য ৷ এদিন সকালে ভারতীয় দলের অনুশীলনে যোগ দেন ভারত অধিনায়ক ৷ আইপিএলের পর্ব মিটিয়ে এবার জাতীয় দলের দায়িত্বভার সামলানোর পালা 'হিটম্যান'-এর ৷ 2021 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি ৷ ফের একবার সুযোগ এসেছে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার ৷ এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷

আগামী 7 জুন লন্ডনের ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ তার আগে আইপিএল পর্ব মিটিয়ে একে একে জাতীয় দলে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা ৷ গতকালই অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা ৷ আজ ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে হারার পরের দিনই লন্ডনের বিমান ধরেছিলেন রোহিত ৷ সঙ্গী হয়েছিলেন ঈশান কিষাণ ৷ তাঁদের সঙ্গে যশস্বী জয়সওয়ালও বিকল্প হিসেবে লন্ডন গিয়েছেন ৷ রুতুরাজ গায়কোয়াড় বিয়ের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ প্লেয়ার হিসেবে থাকছেন না ৷

আরও পড়ুন:টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 'বিরাট' প্রস্তুতি, অনুশীলনে খোশমেজাজে ভারতীয় দল

গতকাল বিরাট, চেতেশ্বর, উমেশ, সিরাজ, অশ্বিন, অক্ষরদের ড্রিল ও ফিল্ডিং অনুশীলনের ছবি শেয়ার করেছিল বিসিসিআই ৷ সেখানে নেট সেশন করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের ৷ বিরাটের ব্যাটিং অনুশীলনের ছবিও পোস্ট করা হয় বোর্ডের টুইটারে ৷ এমনকি হোটেল ফেরার পথে টিম বাসে একসঙ্গে আইপিএল ফাইনাল উপভোগ করেন ক্রিকেটাররা ৷ উল্লেখ্য, আগামিকালের মধ্যে লন্ডন পৌঁছে যাবেন শুভমন গিল, মহম্মদ শামি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত এবং রবীন্দ্র জাদেজা ৷ সোমবার মাঝ রাতে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর আজই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তাঁরা ৷ সাসেক্সের আরুন্ডেল ক্যাসেল ক্রিকেট ক্লাবের মাঠে অনুশীলন চলছে ভারতীয় দলের ৷

ABOUT THE AUTHOR

...view details