পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWC 2023: সর্বোচ্চ মূল্য তিন হাজার, নন্দনকাননে মহার্ঘ ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট - CAB announces ticket prices

বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরে সিএবি'র প্রথম অ্যাপেক্স কমিটির বৈঠক বসেছিল সোমবার ৷ সেখানেই বিশ্বকাপে ভারতের ম্যাচ এবং সেমিফাইনালে সর্বাধিক 3000 টাকা মূল্যের টিকিটের ঘোষণা করা হয়েছে ৷

CWC 2023
নন্দনকাননে মহার্ঘ ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট

By

Published : Jul 10, 2023, 9:50 PM IST

কলকাতা, 10 জুলাই: আসন্ন বিশ্বকাপের ইডেন গার্ডেন্সে ভারতের ম্যাচ দেখতে হলে গ্যাঁটের কড়ি বেশ ভালোই খরচ হবে অনুরাগীদের ৷ সোমবার বিশ্বকাপে টিকিটের দাম ঘোষণা করা হল সিএবি'র তরফে। একটি সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। তার মধ্যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচও রয়েছে। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরে সিএবি'র প্রথম অ্যাপেক্স কমিটির বৈঠক বসেছিল সোমবার ৷ সেখানেই বিশ্বকাপে ভারতের ম্যাচ এবং সেমিফাইনালে সর্বাধিক 3000 টাকা মূল্যের টিকিটের ঘোষণা করা হয়েছে ৷

ইডেনে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে শেষ যে আর্ন্তজাতিক ওয়ান-ডে ম্যাচ হয়েছিল সেই তুলনায় বিশ্বকাপের ম্যাচের টিকিট মহার্ঘই বলা চলে। প্রায় ঘণ্টা দেড়েকের আলোচনার শেষে প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, সবকিছুর দাম বেড়েছে। তাই তারাও বাধ্য হয়েছেন টিকিটের দাম বাড়াতে। 28 অক্টোবর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে ইডেনে বিশ্বকাপের বল গড়ানো শুরু। সেই ম্যাচের ন্যূনতম টিকিটের মূল্য 650 টাকা (আপার টায়ার)। ডি এবং এইচ ব্লকের টিকিটের দাম ধার্য করা হয়েছে হাজার টাকা। বি,সি,কে এবং এল ব্লকের টিকিটের দাম ধার্য হয়েছে দেড় হাজার টাকা।

ইংল্যান্ড বনাম পাকিস্তান এবং বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের ন্যূনতম মূল্য বেড়ে হয়েছে 800 টাকা। আপার টায়ারের জন্য ধার্য হয়েছে এই মূল্য। ডি এবং এইচ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে 1200 টাকা। সি এবং কে ব্লকের টিকিটের দাম করা হয়েছে দু'হাজার টাকা। বি এবং এল ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে সর্বাধিক 2200 টাকা।

আরও পড়ুন:বাবরদের ভারতে বিশ্বকাপ খেলতে আসার প্রশ্নে শর্ত রাখলেন পাক ক্রীড়ামন্ত্রী

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের ন্যূনতম দাম 900 টাকা। আপার টায়ারের জন্য এই মূল্য ধার্য করা হয়েছে। ডি এবং এইচ ব্লকের টিকিটের দাম দেড় হাজার টাকা। সি এবং কে ব্লকের টিকিটের দাম 2500 টাকা। বি এবং এল ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে তিন হাজার টাকা। টিকিটের দাম নির্ধারিত হলেও বিশ্বকাপ আয়োজনের জন্য কয়েকটি কমিটি গঠন করা হবে। যদিও সে ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনও।

বিশ্বকাপের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর যে কথা চলছে, সে ব্যাপারেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। একইভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশ্বকাপের কমিটিতে রাখা হবে কি না, সেই ব্যাপারেও সিদ্ধান্ত ঝুলে রয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details