পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

British Parliament felicitated Sourav: স্বপ্নের বিলেতে 'মহারাজ'কীয় সংবর্ধনা, সুরভিত ব্রিটিশ পার্লামেন্ট - British Parliament felicitated Sourav

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের বর্ষপূর্তিতে সংবর্ধিত করল ব্রিটিশ পার্লামেন্ট (British Parliament felicitates BCCI President Sourav Ganguly)। ছ'মাস আগেই ব্রিটেনের পার্লামেন্ট এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানিয়েছেন মহারাজ ।

British Parliament felicitated Sourav
সুরভিত ব্রিটিশ পার্লামেন্ট

By

Published : Jul 14, 2022, 12:01 PM IST

Updated : Jul 14, 2022, 1:27 PM IST

লন্ডন, 14 জুলাই: বিলেতের মাটিতে ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয় বুধবারই দু'দশক পূর্ণ করেছে । আর যাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় সেই জয় ধরা দিয়েছিল, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের বর্ষপূর্তিতেই সংবর্ধিত করল ব্রিটিশ পার্লামেন্ট (British Parliament felicitates BCCI President Sourav Ganguly)। বুধবার ব্রিটেনের সংসদের তরফে সংবর্ধিত করা হয় 'প্রিন্স অফ ক্যালকাটা'-কে

ছ'মাস আগেই ব্রিটেনের পার্লামেন্ট এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানিয়েছেন মহারাজ । স্বপ্নের শহরে সংবর্ধিত হয়ে সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, "একজন বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধনা পাওয়া অত্যন্ত আনন্দের । ওরা ছ'মাস আগেই আমার সঙ্গে যোগাযোগ করেছিল । প্রত্যেক বছরই এই সম্মান প্রদান করা হয় । এই বছরে সেটা আমাকে দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: উত্তরণের পথ খুঁজতে হবে নিজেকেই, কোহলিকে 'বিরাট' উপদেশ সৌরভের

বিশেষ দিনে বিশেষ সম্মান । এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেশের অন্যতম সফল অধিনায়ক ফিরে যান ডাউন মেমরি লেনে (2002 ন্যাটওয়েস্ট ট্রফি জয়) । সৌরভ বলেন, "ও হ্যাঁ, ইনস্টা দেখে মাথায় এল । লম্বা সময় হয়ে গেল, তাই না ? 20 বছর । ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকেই হারানোর চেয়ে সুখ আর কিছুতে নেই । রোহিতরাও সেটাই করছে । টি-20 সিরিজ জিতেছে । ওয়ান-ডে সিরিজেও এগিয়ে রয়েছে ।"

Last Updated : Jul 14, 2022, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details