মুম্বই, 14 নভেম্বর : ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হচ্ছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ ৷ আজ সংবাদসংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ রাহুল দ্রাবিড়ের আগে তাঁকেই ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন লক্ষ্মণ ৷ তবে এনসিএ-এর প্রধানের দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন লক্ষ্মণ ৷ এই পদে ছিলেন রাহুল ৷
বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ বরাবরই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য প্রাক্তন ক্রিকেটারদের প্রয়োজনের কথা বলে এসেছেন ৷ কারণ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা পারে ক্রিকেটের প্রকৃত উন্নতি সাধন করতে ৷ গত কয়েকমাস ধরে এই বিষয়ে লক্ষ্মণের সঙ্গে কথা বলে আসছিলেন বোর্ডের কর্তারা ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান সৌরভ ৷ শুধু সৌরভই নন, বিসিসিআই সচিব জয় শাহও চান প্রাক্তন ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করতে ৷ এই পরিস্থিতিতে আজ সংবাদসংস্থা এএনআই সৌরভের কাছে জানতে চায়, লক্ষ্মণ কি এনসিএ প্রধান হচ্ছেন ? তার উত্তরে সৌরভ জানান, হ্যাঁ ৷