পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

VVS Laxman: এনসিএ-তে রাহুলের পদে লক্ষ্মণ, জানিয়ে দিলেন সৌরভ

এনসিএ-এর প্রধান হচ্ছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ ৷ আজ সংবাদসংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

VVS Laxman
এনসিএ-এর প্রধান হলেন ভিভিএস লক্ষ্মণ

By

Published : Nov 14, 2021, 1:21 PM IST

Updated : Nov 14, 2021, 2:33 PM IST

মুম্বই, 14 নভেম্বর : ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হচ্ছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ ৷ আজ সংবাদসংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ রাহুল দ্রাবিড়ের আগে তাঁকেই ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন লক্ষ্মণ ৷ তবে এনসিএ-এর প্রধানের দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন লক্ষ্মণ ৷ এই পদে ছিলেন রাহুল ৷

বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ বরাবরই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য প্রাক্তন ক্রিকেটারদের প্রয়োজনের কথা বলে এসেছেন ৷ কারণ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা পারে ক্রিকেটের প্রকৃত উন্নতি সাধন করতে ৷ গত কয়েকমাস ধরে এই বিষয়ে লক্ষ্মণের সঙ্গে কথা বলে আসছিলেন বোর্ডের কর্তারা ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান সৌরভ ৷ শুধু সৌরভই নন, বিসিসিআই সচিব জয় শাহও চান প্রাক্তন ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করতে ৷ এই পরিস্থিতিতে আজ সংবাদসংস্থা এএনআই সৌরভের কাছে জানতে চায়, লক্ষ্মণ কি এনসিএ প্রধান হচ্ছেন ? তার উত্তরে সৌরভ জানান, হ্যাঁ ৷

আরও পড়ুন: দুই পড়শির লড়াইয়ে আজ নয়া চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এনসিএ-এর প্রধান পদে যোগ্যতা সম্পন্ন কাউকেই প্রধান পদে চাইছিলেন সৌরভ এবং জয় শাহ ৷ রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর ভিভিএস লক্ষ্মণকে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে ৷ অন্যদিকে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে লক্ষ্মণের সম্পর্কও যথেষ্ট ভাল ৷ তবে সরকারিভাবে বিসিসিআইয়ের তরফে কারও নামই ঘোষণা করা হয়নি ৷

Last Updated : Nov 14, 2021, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details