পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI vs PCB: জয় শাহর মন্তব্যে ক্ষুব্ধ পিসিবি-র এসিসি ছাড়ার হুমকি, বয়কট করতে পারে 23’র বিশ্বকাপ - Ramiz Raja

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য পদ ত্যাগের হুঁশিয়ারি দিয়েছে পিসিবি (PCB Could Pull Out of ACC Membership) ৷ এমনটাই পিসিবি’র একটি সূত্র জানিয়েছে ৷ এশিয়া কাপ আয়োজন নিয়ে জয় শাহর (Jay Shah) মন্তব্যের বিরোধিতা করেই এই হুঁশিয়ারি দিয়েছে পাক ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ৷

Asia Cup Neutral Venue Row PCB Could Pull Out of ACC Membership
Asia Cup Neutral Venue Row PCB Could Pull Out of ACC Membership

By

Published : Oct 19, 2022, 3:10 PM IST

মুম্বই, 19 অক্টোবর: এশিয়া কাপ 2023 নিরপেক্ষ ভেন্যুতে হবে (Asia Cup Neutral Venue Row) ৷ গতকাল দ্বিতীয়বারের জন্য বিসিসিআই (BCCI) সচিব পদে নির্বাচিত হয়ে এমনটাই জানিয়েছিলেন জয় শাহ (Jay Shah) ৷ যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও বটে ৷ এ বার পালটা বিসিসিআই’কে চাপে রাখার কৌশল নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ৷ এসিসি ছেড়ে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিসিবি (PCB Could Pull Out of ACC Membership) ৷ নাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রয়োজনে পিসিবি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ছেড়ে বেরিয়ে যাবে ৷ শুধু তাই নয়, জয় শাহর মন্তব্যের পালটা, 2023 বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসবে না বলে জানিয়েছে ওই সূত্র ৷ তবে এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অফিসিয়াল কোনও মন্তব্য করা হয়নি ৷

নামপ্রকাশে অনিচ্ছুক পাক ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা সংবাদ সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, ‘পিসিবি এখন কঠোর সিদ্ধান্ত নিতে তৈরি এবং সেভাবেই আমরা এগোব ৷ কারণ, সবাই জানে আইসিসি এবং এসিসি’র টুর্নামেন্টগুলিতে একাধিক আর্থিক দায়বদ্ধতা থাকে ৷ আর পাকিস্তান ভারতের মাটিতে সেই টুর্নামেন্ট না-খেললে সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থেকে যায় ৷’’ সরাসরি 50 ওভার বিশ্বকাপের কথা না বললেও, পাক ক্রিকেট বোর্ডের ওই কর্তার ইঙ্গিত যে আগামী বছরের অক্টোবরে ভারতে আয়োজিত বিশ্বকাপ ছিল, তা স্পষ্ট ৷

তবে, এর থেকেও বড় বিষয় যেটি তা হল, পিসিবি সভাপতি রামিজ রাজা জয় শাহর এশিয়া কাপ 2023 নিয়ে করা মন্তব্যের বিরোধিতায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কঠোর ভাষায় চিঠি দিতে চলেছে ৷ এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ৷ জানা গিয়েছে, তিনি সেই চিঠিতে জরুরি বৈঠক ডাকার দাবি জানাতে পারেন ৷ আর তাও আগামী মাসে মেলবোর্নে ৷ যেখানে সেই সময় টি20 বিশ্বকাপের আসর তার চরম পর্যায়ে থাকবে ৷ সেখানেই জয় শাহর এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার মন্তব্য নিয়ে আলোচনা চাইবেন রামিজ রাজা ৷

আরও পড়ুন:পাকিস্তান নয়, এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে; জানালেন জয় শাহ

তবে, আরও বড় খবর যা পাওয়া যাচ্ছে যে, 2023 এশিয়া কাপের আয়োজনে পাকিস্তানের অধিকারে কোনওপ্রকার হস্তক্ষেপ পিসিবি করবে না ৷ আর তাও যদি করা হয়, সেক্ষেত্রে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে পিসিবি তাদের সদস্য পদ প্রত্যাহার করে নিতে পারে ৷ ওই সূত্র জানিয়েছে, পিসিবি তৈরি করা হয়েছে এশিয়ার ক্রিকেটকে উন্নতির পথে নিয়ে যেতে ৷ এই মহাদেশের অন্যান্য দেশগুলিকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করে, খেলার বিকাশ ঘটাতে ৷ আর সেখানে যদি এসিসি’র সভাপতি এমন মন্তব্য করেন, তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের থাকার কোনও মানে নেই বলে জানান পিসিবি’র ওই সূত্র ৷

ABOUT THE AUTHOR

...view details