পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুম্বই দলের মালিক হলেন বিগ বি - অমিতাভ বচ্চনের দল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে

Amitabh Bachchan Owns Indian Street Premier League Team: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী বছর 2 মার্চ থেকে 9 মার্চ লিগের ফাইনাল ৷ টি-10 ফরম্যাটে টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট এটি ৷ এবার এই লিগের সঙ্গে জুড়লেন কিংবদন্তি অমিতাভ বচ্চন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 7:37 PM IST

মুম্বই, 18 ডিসেম্বর: ক্রিকেট ভক্ত তো ছিলেনই ৷ এবার ক্রিকেটের সঙ্গে খানিকটা প্রত্যক্ষভাবে জুড়ে গেলেন মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ না বিসিসিআই, আইপিএল বা কোনও রাজ্য ক্রিকেট সংস্থায় নয় ৷ অমিতাভ বচ্চন ইন্ডিয়ান স্ট্রিট ক্রিকেট লিগে মুম্বই দলের সঙ্গে যুক্ত হলেন ৷ ছয় দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ ৷ উল্লেখ্য, ভারতের প্রথম টেনিস বল টি-10 ক্রিকেট টুর্নামেন্ট, যা বড় স্টেডিয়ামে খেলা হবে ৷ আয়োজকদের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷ আর প্রথম সিজনের সূচনা হবে আগামী বছর 2 মার্চ ৷ চলবে 9 মার্চ পর্যন্ত ৷

এই টি-10 টুর্নামেন্টে মোট 6টি দল অংশ নেবে ৷ হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর ৷ 6 দলের লিগ ও নক-আউট মিলিয়ে মোট 19টি ম্যাচ খেলা হবে ৷ অমিতাভ বচ্চন এই ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের অংশ হয়ে জানিয়েছেন, এটা তাঁর কাছে একটা নতুন সূচনা ৷ বিগ বি মুম্বই দলের মালিকানা নিয়ে তাঁর ব্যক্তিগত ব্লগে একটি লেখা প্রকাশ করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘একটি নতুন দিন... এবং একটা নতুন উদ্যোগ... মুম্বইয় দলের মালিক হতে পারাটা আমার কাছে সম্মানের এবং সৌভাগ্যের বিষয় ৷ এর বিশেষত্ব, আগামী দিনের উঠতি প্রতিভাদের এখান থেকে খুঁজে বের করা বড় মঞ্চের জন্য ৷’’

আইএসপিএল-কে উত্তেজক এবং সৎ চিন্তাভাবনা হিসেবে ব্যাখ্যা করেছেন বিগ বি ৷ তিনি বলেন, ‘‘যাঁরা রাস্তায়, গলিতে তাঁদের সামর্থ্য প্রদর্শন করেছে, তাঁদের সামর্থ দেখিয়েছে এবং ক্রিকেট খেলার জন্য স্থানীয় এলাকায় পিচ তৈরি করেছে, সেই সকলের জন্য এটা একটা সুযোগ ৷ এবার তাঁদের কাছে সুযোগ এসেছে পরিকল্পতি একটা রূপরেখার মধ্যে দিয়ে তৈরি মঞ্চের মাধ্যমে বিশ্বের লক্ষ্য লক্ষ্য দর্শকদের সামনে নিজেদের প্রতিভাকে তুলে ধরা ৷ তাদের জন্য একটি সুযোগ যারা রাস্তায়, গলিতে তাদের সামর্থ্য প্রদর্শন করেছে এবং ক্রিকেট খেলার জন্য ঘরে তৈরি পিচ তৈরি করেছে ৷’’

উল্লেখ্য, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে বলিউডের আরও দুই অভিনেতা তথা নায়ক নিজেদের দলের মালিকানা ঘোষণা করেছেন ৷ তাঁরা হলেন অক্ষয় কুমার এবং হৃতিক রোশন ৷ অক্ষয় কুমার শ্রীনগরের দল কিনেছেন ৷ সেখানে হৃতিক রোশন বেঙ্গালুরু দলের মালিক হয়েছেন ৷

আরও পড়ুন:

  1. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  2. অভিষেকে উজ্জ্বল সুদর্শন, অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ওয়ান ডে'তে দাপুটে জয় ভারতের
  3. টেস্ট ক্রিকেটে 500 উইকেটের ক্লাবে নাথান লায়ন, পাকিস্তানের বিরুদ্ধে 360 রানে জয় অজিদের

ABOUT THE AUTHOR

...view details