পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ambati Rayudu: রাজনীতির মঞ্চে অম্বাতি রায়ডু, যোগ দিতে পারেন জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপিতে

রাজনীতির মঞ্চে ওঠার আগে মানুষের মনের কথা ও তাদের সমস্যা সম্পর্কে জানতে চান অম্বাতি রায়ডু ৷ তাই অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় গিয়ে, সেখানকার মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন তিনি ৷ জানছেন তাদের সমস্যা ও তা সমাধানের কী উপায় হতে পারে ৷

Ambati Rayudu ETV BHARAT
Ambati Rayudu

By

Published : Jun 30, 2023, 1:56 PM IST

গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), 30 জুন: আইপিএল-এর পর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অম্বাতি রায়ডু ৷ এবার তিনি নতুন ইনিংস শুরু করছেন ৷ তাও আবার রাজনীতির ময়দানে ৷ রায়ডু নিজে একথা জানিয়েছে ৷ বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরছেন ৷ সেখানকার মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন ৷ অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রসে পার্টিতে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ উল্লেখ্য, আইপিএল জেতার পর গত 8 জুন তিনি ট্রফি-সহ মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন ৷ তার পরেই অম্বাতি রায়ডুর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয় ৷

চেন্নাই সুপার কিংসের হয়ে গত 29 মে আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল খেতাব জিতেছেন অম্বাতি রায়ডু ৷ ফাইনালের আগেই তিনি ঘোষণা করেছিলেন, এটা তাঁর শেষ আইপিএল এবং ক্রিকেটের সব ফরম্যাট থেকেও অবসর ঘোষণা করেন তিনি ৷ তারপর গত 8 জুন ওয়াই এসআর কংগ্রেসের শীর্ষনেতা তথা মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেন রায়ডু ৷ সেই সময় থেকেই তাঁর রাজনীতিতে পদার্পণ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ সেই খবরেই এবার সিলমোহর দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷

রায়ডু তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয় নিয়ে বলেন, "আমি জনগণের সেবা করার জন্য শীঘ্রই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে প্রবেশ করব ৷ তার আগে আমি মানুষের মনের কথা জানতে এবং তাদের সমস্যাগুলি বুঝতে জেলার বিভিন্ন প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"

স্থানীয় সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই রায়ডু অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার প্রত্যন্ত এলাকগুলিতে ঘুরছেন ৷ সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলছেন ৷ উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে রায়ডু প্রথমে হায়দরাবাদের হয়ে খেলতেন ৷ পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশ থেকে তেলাঙ্গানা ভাগ হওয়ার পর, রায়ডু অন্ধ্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন ৷

এবার তাই অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন অম্বাতি রায়ডু ৷ স্থানীয় রিপোর্ট অনুযায়ী, রায়ডু নিয়মিত গ্রামীণ এলাকায় গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন ৷ সঙ্গে তাঁর একটি টিম রয়েছে ৷ মানুষের সঙ্গে কথা বলে, তাদের সমস্যার কথা শোনার পাশাপাশি, সেগুলির সমাধানে কী করা যেতে পারে ? সেই নিয়ে সাধারণ মানুষজনের থেকেই পরামর্শ নিচ্ছেন ৷ রায়ডুর তরফে জানানো হয়েছে, রাজনীতিতে আসার আগে তিনি তৃণমূল স্তরের পরিস্থিতি সম্পর্কে ভালো করে জানতে চান ৷ তবে, ওয়াইএসআর কংগ্রসে পার্টি থেকেই রাজনীতির সূচনা করবেন কিনা, সে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রায়ডু ৷

আরও পড়ুন: বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আগরকর-মনিন্দর

ABOUT THE AUTHOR

...view details