পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs ENG 5th Test: পন্থের পর শতরান জাদেজার, এজবাস্টনে চারশো পেরিয়ে প্রথম ইনিংস থামল ভারতের - পন্থের পর শতরান জাদেজার

83 রানে অপরাজিত অলরাউন্ড ব্যাটার দ্বিতীয়দিন প্রথম আধঘণ্টাতেই শতরান পূর্ণ করে ফেললেন দ্বিতীয়দিন (After Rishabh Pant Ravindra Jadeja hits hundred at Edgbaston) ৷ ম্যাথু পটসকে বাউন্ডারি হাঁকিয়ে এদিন শতরান পূর্ণ করেন 'জাড্ডু' ৷ পন্থ-জাড্ডু জোড়া ফলায় এজবাস্টন টেস্টে এখন পালটা চাপে স্টোকস-রুটরা ৷

IND vs ENG 5th Test
পন্থের পর শতরান হাঁকালেন জাদেজা

By

Published : Jul 2, 2022, 3:55 PM IST

Updated : Jul 2, 2022, 4:23 PM IST

বার্মিংহ্যাম, 2 জুলাই : একশোর গন্ডি ছোঁয়ার আগে পাঁচ উইকেট হারানো ভারতীয় দল যে এহেন চরম প্রত্যাঘাত হানবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ইংরেজ ক্রিকেটার ৷ 98 রানে 5 উইকেট হারানো ভারতীয় দল গতকাল ঋষভ পন্থ-রবীন্দ্র জাদেজার ব্যাটে লড়াইয়ের জমি ফিরে পেয়েছিল এজবাস্টন টেস্টে ৷ ধ্রুপদী শতরান করে পন্থ 146 রানে ফিরে গেলেও অপরাজিত রয়ে গিয়েছিলেন লড়াইয়ের আরেক নেতা রবীন্দ্র জাদেজা ৷ 83 রানে অপরাজিত অলরাউন্ড ব্যাটার দ্বিতীয়দিন প্রথম আধঘণ্টাতেই শতরান সেরে ফেলেন (After Rishabh Pant Ravindra Jadeja hits hundred at Edgbaston)৷ ম্যাথু পটসকে বাউন্ডারি হাঁকিয়ে এদিন শতরান পূর্ণ করেন 'জাড্ডু' ৷ পন্থ-জাড্ডু জোড়া ফলায় এজবাস্টন টেস্টে এখন পালটা চাপে স্টোকস-রুটরা ৷

যদিও শতরান পূর্ণ করার পর এদিন আর লম্বা হয়নি জাদেজার ইনিংস ৷ 104 রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন তিনি ৷ তবে তার আগে দলের মুশকিল আসান হয়ে এজবাস্টনে যে ইনিংসটা জাড্ডু খেললেন, তা বহুদিন স্মরণে রাখবেন ক্রিকেট অনুরাগীরা ৷ ভারতের প্রথম ইনিংস শেষ হল 416 রানে ৷ জাদেজা আউট হওয়ার পর শেষলগ্নে ঝড় ওঠে অধিনায়ক জসপ্রীত বুমরার ব্যাটে ৷ 16 বলে 31 রানের ক্যামিও খেলে দলের রান চারশো পার করেন তিনি ৷ মারেন 4টি চার, 2টি ছক্কা ৷

আরও পড়ুন : পন্থের রাজকীয় শতরান, এজবাস্টনে প্রাথমিক বিপর্যয় সামলে লড়াইয়ে ভারত

অন্যদিকে 194 বল খেলে জাদেজার মহামূল্যবান ইনিংস সাজানো ছিল 13টি চার দিয়ে ৷ খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পন্থ-জাদেজা যে পুঁজি বোলারদের হাতে তুলে দিলেন, তা যথেষ্ট বলেই মনে করছে ওয়াকিবহালমহল ৷ এখন দেখার রুট নেতৃত্বাধীন ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ পন্থ-রুটের 222 রানের পার্টনারশিপের পালটা কীভাবে দেয় ৷

Last Updated : Jul 2, 2022, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details