নয়াদিল্লি, 20 মে : ভারতীয় পেসার মহম্মদ সিরাজের প্রশংসা ভিভিএস লক্ষ্মণের মুখে ৷ ভারতীয় পেস স্টারের বলের গতি, বাউন্স এবং মুভমেন্টের উপর অসাধারণ নিয়ন্ত্রণ তাঁকে ভয়ঙ্কর করে তুলেছে বলে জানান প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ৷ প্রসঙ্গত, গতকাল কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাসস্করও মহম্মদ সিরাজের প্রশংসা করেছিলেন ৷
আজ সিরাজকে নিয়ে লক্ষ্মণ জানিয়েছেন, সিরাজ খুবই স্কিলফুল বোলার ৷ একজন ফাস্ট বোলারের জন্য দু’টো জিনিস খুবই গুরুত্বপূর্ণ ৷ প্রথমত, একজন বোলারের ব্যাটসম্যানকে বোকা বানাবে এমনভাবে বল সুইং করানোর ক্ষমতা থাকা চাই ৷ আর সিরাজের সেই দক্ষতা ভরপুর রয়েছে ৷ আর দ্বিতীয়ত, একজন পেসারের লম্বা স্পেলে বল করার ক্ষমতা থাকা দরকার ৷ আর সেই ক্ষমতাও সিরাজের মধ্যে রয়েছে ৷