পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হার সিন্ধুর - Indonesian Open

ইস্তোরা স্পোর্টিং এরিনায় রবিবাসরীয় মেগা ম্যাচে আকানে ইয়ামাগুচির কাছে হেরে ফের একবার খেতাবের কাছে গিয়েও হেরে গেলেন পিভি সিন্ধু ।

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হার সিন্ধুর

By

Published : Jul 21, 2019, 9:19 PM IST

কুয়ালালামপুর, 21 জুলাই : ফাইনালের আগে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকায় মরশুমে সিন্ধুর প্রথম খেতাবের আশায় ছিলেন অনুরাগীরা । কিন্তু, ইস্তোরা স্পোর্টিং এরিনায় রবিবাসরীয় মেগা ম্যাচে আকানে ইয়ামাগুচির কাছে হেরে ফের একবার খেতাবের কাছে গিয়েও হেরে গেলেন পিভি সিন্ধু । যার জেরে এখনও অধরা রয়ে গেল মরশুমের প্রথম খেতাব ।

গতকাল স্ট্রেট সেটে বিশ্বের দু'নম্বর চিনের চেন জু ফেইকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন রিও অলিম্পিকের রুপোজয়ী । কিন্তু আজ ফাইনালে একপেশে ম্যাচে সিন্ধুকে কার্যত উড়িয়ে দেন বিশ্বের চার নম্বর ইয়ামাগুচি । ম্যাচের ফল ইয়ামাগুচির পক্ষে 21-15, 21-16 ।

আজকের ম্যাচের আগে জাপানি শাটলারের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে 10-4 ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু । সেই অ্যাডভান্টেজ নিয়ে নিয়ে ফাইনাল খেলতে নামলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটে হারলেন বিশ্বের পাঁচ নম্বর । প্রথম গেমে 11-8 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান সিন্ধু । কিন্তু ড্রিংকস ব্রেকের পর ম্যাচে দুরন্ত কামব্যাক করে টানা 9 পয়েন্ট সংগ্রহ করেন জাপানি শাটলার । পিছিয়ে থেকেও প্রথম গেম 21-15 ব্যবধানে কব্জা করে নেন ইয়ামাগুচি ।

দ্বিতীয় সেটে 31 মিনিটের লড়াইয়ের শেষে 21-16 ব্যবধানে হায়দরাবাদি শাটলারকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ইয়ামাগুচি । এর আগে মার্চে ইন্ডিয়া ওপেন ও এপ্রিলে মাদ্রিদ ওপেনের শেষ চার থেকেই বিদায় নিয়েছিলেন সিন্ধু । এর পর জাপান ওপেন ও পরবর্তীতে থাইল্যান্ড ওপেনে কোর্টে নামবেন সিন্ধু ।

ABOUT THE AUTHOR

...view details