পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চিনের সংস্থার সঙ্গে ৫০ কোটির চুক্তি সিন্ধুর - badminton

চিনের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী ব্র্যান্ড লি নিং-র সাথে চার বছরের জন্য ৫০ কোটি টাকার চুক্তি পি ভি সিন্ধুর।

পি ভি সিন্ধু

By

Published : Feb 9, 2019, 2:05 PM IST

মুম্বই, ৯ ফেব্রুয়ারি : অলিম্পিকে রুপোজয়ী শাটলার পি ভি সিন্ধুর সাথে চার বছরের জন্য ৫০ কোটি টাকার চুক্তি করল লি নিং। চিনের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী ব্র্যান্ড লি নিং গতমাসে ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্তকেও চার বছরের জন্য ৩৫ কোটি টাকার চুক্তি করেছে।

সিন্ধুর সাথে লি নিং-র এই স্পনসরশিপ চুক্তি ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে অন্যতম দামি। এই চুক্তির হিসেব অনুযায়ী সরঞ্জামের স্পনসরশিপ থেকে বছরে বিরাট কোহলির কাছাকাছি টাকা রোজগার করবেন সিন্ধু। ২০১৭ সালে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী ব্র্যান্ড পিউমা কোহলির সঙ্গে ৮ বছরের জন্য ১০০ কোটি টাকার চুক্তি করে।

তাছাড়া আগামী বছরের টোকিও অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যসোসিয়েশনের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে লি নিং। অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের এবং অফিসিয়ালদের জুতো ও জার্সি সরবরাহ করবে লি নিং।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details