পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বের দু'নম্বরকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে সিন্ধু - india

মরশুমের প্রথম ফাইনাল নিশ্চিত করতে আজ শেষ চারের লড়াইয়ে স্ট্রেট সেটে সিন্ধু হারান বিশ্বের দু'নম্বর চেন জ়ু ফেইকে ৷

সিন্ধু

By

Published : Jul 20, 2019, 11:00 PM IST

জাকার্তা, 20 জুলাই : ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে পৌঁছালেন পিভি সিন্ধু ৷ মরশুমের প্রথম ফাইনাল নিশ্চিত করতে আজ শেষ চারের লড়াইয়ে স্ট্রেট সেটে সিন্ধু হারান বিশ্বের দু'নম্বর চেন জ়ু ফেইকে ৷ অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনের চেন জু ফেইকে হারাতে সিন্ধু নেন মাত্র 46 মিনিট ৷ খেলার ফল 21-19, 21-10 ।

আজ স্ট্রেট সেটে ম্যাচটি জিতলেও সেমিফাইনালে প্রথম গেমের শুরুটা বিশেষ ভালো হয়নি সিন্ধুর ৷ টানা তিনটি পয়েন্ট খুইয়ে শুরুতে চাপে পড়ে যান বিশ্বের পাঁচ নম্বর । প্রথম গেমে একসময় 14-18 ব্যবধানে পিছিয়ে পড়েন । সেই সময়, দুরন্ত ওভারহেড ক্রস-কোর্ট ড্রপে ম্যাচে ফেরেন ভারতীয় শাটলার ৷

মরশুমের প্রথম খেতাব ঘরে তুলতে ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন তৃতীয় বাছাই আকানে ইয়ামাগুচির ৷ প্রথম সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তাই জু জিংকে শনিবার স্ট্রেট সেটে হারালেন জাপানি শাটলার ৷ ইয়ামাগুচির সঙ্গে হেড টু হেড পরিসংখ্যানে পাল্লা অনেকটাই ভারী সিন্ধুর দিকে । দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে 14 বারের মুখোমুখি সাক্ষাতে 10 বারই জিতেছেন ভারতীয় শাটলার । যার মধ্যে 4টি সিন্ধু জিতেছেন স্ট্রেট সেটে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details