পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : একসঙ্গে আইসক্রিম খাব, সিন্ধুকে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর - modi interacts with indian athlets

টোকিয়োগামী অ্যাথলিটদের সঙ্গে আজ ভার্চুয়ালি কথোপকথন সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মেরি কম, পিভি সিন্ধুদের উৎসাহ দেন ৷

modi
modi

By

Published : Jul 13, 2021, 7:23 PM IST

Updated : Jul 13, 2021, 7:54 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই : টোকিয়ো থেকে ফিরে এলে একসঙ্গে বসে আইসক্রিম খাব ৷ ভারতীয় ব্যাডমিন্টন তারকা ও টোকিয়ো অলিম্পিকসে পদকজয়ের অন্যতম দাবিদার পিভি সিন্ধুর উদ্দেশে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুনেই হেসে ফেলেন রিও অলিম্পিকসে রুপোজয়ী শাটলার সিন্ধু ৷ আজ টোকিয়োগামী অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়ালি কথোপকথন সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অ্যাথলিটদের উৎসাহ দেন ৷ সেখানেই সিন্ধুকে আইসক্রিম খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

2016 সালের রিও অলিম্পিকসের পর একাধিক সাক্ষাৎকার সিন্ধু বলেছিলেন অলিম্পিকসের প্রস্তুতির জন্য তিনি কী কী ত্যাগ করেছেন ৷ সিন্ধু জানান, কোচ পুলেল্লা গোপীচাঁদ তাঁর মোবাইল নিজের কাছে রেখে দিয়েছিলেন ৷ পাশাপাশি সিন্ধুর ফেভারিট আইসক্রিম খাওয়াও বন্ধ ছিল ৷ কঠোর অনুশীলন আর প্রিয় জিনিসগুলির থেকে দূরে থাকার ফল মিলেছিল হাতেনাতে ৷ প্রথমবার অলিম্পিকসে পা দিয়েই রুপোর পদক জিতে নেন সিন্ধু ৷

সিন্ধুর ত্যাগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছেছিল ৷ আজকের আলোচনায় ডায়েট নিয়ে কথা বলতে গিয়ে সিন্ধু বোঝান একজন অ্যাথলিটের কাছে ডায়েটটা কতটা প্রয়োজন ৷ তারপরই এই তারকা শাটলারের উদ্দেশে মোদি বলেন, টোকিয়ো থেকে ফিরে এলে আপনার সঙ্গে বসে আইসক্রিম খাব ৷

আরও পড়ুন : মাস্কহীন মুখ ও দূরত্ববিধি না মেনে বাজারে ভিড় দেখে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

তিনি বলেন, "সিন্ধুজি আপনি আজ যে জায়গায় রয়েছেন তাতে আপনার বাবা-মায়ের অনেক ত্যাগ রয়েছে ৷ তাঁদের কাজটা তাঁরা করেছেন ৷ এবার আপনার পালা ৷ আপনি নিজেকে কীভাবে তৈরি করেছেন তা বোঝানোর পালা ৷ আমি নিশ্চিত আপনি আরও একবার সাফল্য পাবেন ৷ টোকিয়ো থেকে ফেরার পর আপনার সঙ্গে বসে আইসক্রিম খাব ৷" দেশের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে টোকিয়ো যাচ্ছেন সিন্ধু ৷

Last Updated : Jul 13, 2021, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details