সোফিয়া (বুলগেরিয়া), ৪ মার্চ : বুলগেরিয়ার ডান কোলোভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতলেন কুস্তিগির বজরং পুনিয়া। অ্যামেরিকার জর্ডান অলিভারকে ১২-৩ এ হারিয়ে সোনা জিতে নেন ভারতীয় এই কুস্তিগির। আর সোনা জিতে উঠে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন তিনি। এই জয়ের ফলে টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ ব়্যাঙ্কিং পয়েন্ট সুনিশ্চিত করেছেন।
সোনা জিতে অভিনন্দনকে উৎসর্গ বজরংয়ের
বুলগেরিয়ার ডান কোলোভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতলেন কুস্তিগির বজরং পুনিয়া। অ্যামেরিকার জর্ডান অলিভারকে ১২-৩ এ হারিয়ে সোনা জিতে নেন ভারতীয় এই কুস্তিগির। আর সোনা জিতে উঠে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন তিনি।
মেডেল পাওয়ার পর নিজের টুইটারে বজরং লেখেন, "এই জয় আমি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করলাম। তিনি আমাকে সবরকমভাবে অনুপ্রাণিতে করেছেন। আমি একদিন তাঁর সঙ্গে দেখা করতে চাই ও তাঁর সঙ্গে হাত মেলাতে চাই।"
গত বছরে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে পদক জিতেছিলেন বজরং। শেষ দশটি প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন মোট দশটি পদক। বজরং ছাড়াও মহিলাদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন পূজা ধান্দা। মহিলাদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জিতেছেন সাক্ষী মালিক। পদক নিশ্চিত করেছেন এশিয়ান গেমসে সোনাজয়ী বিনেশ ফোগতও।