কলকাতা, 4 মার্চ: উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে রাজবংশী জনজাতি । নাচ-গান-লোকাচার এসবের মধ্যেই লুকিয়ে আছে তাঁদের নিজস্ব সংস্কৃতির নানান উপকরণ । সংস্কৃতিকে আঁকড়ে ধরেই তাঁদের জীবনযাপন । উত্তরবঙ্গে রয়েছে প্রচুর নদ-নদী । আর নদীকে কেন্দ্র করে রয়েছে রাজবংশীদের নানান লোকাচার । এবার পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা অ্যাকাডেমির আয়োজনে 9 থেকে 12 মার্চ উত্তরবঙ্গের খড়িবাড়ি ওয়ারিশ জোত বস্তিতে অনুষ্ঠিত হতে চলেছে রাজধারী পালা (Rajdhari Pala Workshop organized by West Bengal State Academy)।
উত্তরবঙ্গের তরাই অঞ্চলের খড়িবাড়ি ওয়ারিশ জোত বস্তির রাজবংশীরা আজও 100 বছরের পুরনো এই পালায় মেতে ওঠেন । এই পালার অন্যতম বড় আকর্ষণ 'রাজধারী মুখোশ নৃত্য' বা 'লঙ্কা গান'৷ জানা যায়, এই 'লঙ্কা গান'-এ আগে চলত সারা রাত ধরে তাও আবার টানা সাতদিন । তা এখন তা কমে গিয়ে চার দিনে এসে দাঁড়িয়েছে । 1925 সালে খড়িবাড়ির ওয়ারিশ জোত বস্তিতে এই গান শুরু করেন চৌরঙ্গী ঠাকুর রাজধারী । মাটিগাড়া, শিলিগুড়ি, বিহারের ঠাকুরগঞ্জ, নেপালে রাজবংশীদের মধ্য়ে এই পালা গান খুব জনপ্রিয় ছিল।