কলকাতা : নাট্যকার গৌতম হালদার শিল্পী ঊষা গাঙ্গুলির অনুরোধে পরিচালনা করেছিলেন 'বুড়ি চাচি' নাটকটি। আজ তাঁরা প্রয়াণে সকাল থেকেই চাপা কষ্টে রয়েছেন গৌতম। ETV ভারত সিতারার কাছে তিনি ব্যক্ত করলেন শোক, তাঁর স্মৃতিতে ধরা পড়লেন ঊষা ।
গৌতম আমাদের বলেন, "ঊষাদির সঙ্গে আমার সবচেয়ে বেশি স্মৃতি ওঁর দলে যখন আমি পরিচালনা করেছিলাম । ১৫ বছর আগে । সেটা ছিল প্রেমচাঁদের একটি গল্প, 'বুড়ি চাচি' । বাংলায় ওটার নাম করেছিলাম 'বুড়ি কাকি' । ওই গল্প থেকে নাট্যরূপ দিয়েছিলাম আমি । পরিচালনাও আমার ছিল । খুব বড় কাজ হয়েছিল, ওয়ার্কশপ ভিত্তিতে হয়েছিল । আমাদের দলের প্রায় 35-40 জন অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছিলেন । ঊষাদি আমাকে নিজেই বলেছিলেন পরিচালনা করতে । মাস দুয়েক চলেছিল মহড়া । তপন থিয়েটারের উল্টোদিকে একটা স্কুল আছে, সেখানকার একটা বড় ঘরে নাটক করতাম ।"