পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের - টিভি অভিনেতার মৃত্যু

রবিবার প্রয়াত হন জনপ্রিয় টিভি সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক ৷ তাঁর বয়স হয়েছিল 77 বছর ৷

Ghanshyam Nayak
Ghanshyam Nayak

By

Published : Oct 4, 2021, 9:23 AM IST

মুম্বই, 4 অক্টোবর : তাঁর অভিনীত নট্টু কাকা চরিত্রটির ফ্যান আট থেকে আশি ৷ জনপ্রিয় হিন্দি কমেডি সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক দর্শকদের কাছে 'নট্টু কাকা' নামেই পরিচিত ৷ কিন্তু আর টিভির পর্দায় দেখা যাবে না এই গুজরাতি অভিনেতাকে ৷ রবিবার বিকেলে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা ৷ বয়স হয়েছিল 77 বছর ৷ ক্যানসারে ভুগছিলেন তিনি ৷

শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন গত বছরের ডিসেম্বরে শুটিং বন্ধ করে দেন ঘনশ্যাম নায়েক ৷ ক্যানসার ধরা পড়ে তাঁর ৷ গতবছর তাঁর ঘাড়ের কাছে একটি অস্ত্রোপচার করা হয় ৷ এরপর কিছুটা সুস্থ হয়ে কাজে ফেরেন তিনি ৷ যদিও টিভি পর্দায় আগের থেকে তাঁকে দুর্বল মনে হয়েছিল ৷ তবে মনের জোরে কাজ করে যাচ্ছিলেন এই প্রবীণ অভিনেতা ৷ কিন্তু ফের শরীর অসুস্থ হওয়ায় তাঁকে মুম্বইয়ের সূচক হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই রবিবার মৃত্যু হয় ঘনশ্যাম নায়েকের ৷

নট্টু কাকা ছাড়া 'তারক মেহতা' সিরিয়াল দেখার কথা ভাবতেও পারছেন না অনুরাগীরা ৷ তাঁর মৃত্যুর খবর প্রকাশ পেতেই মনখারাপ টিএমকেওসি ফ্যানেদের ৷ জেঠালালের (সিরিয়ালের মুখ্য চরিত্র) সঙ্গে দৃশ্যগুলিতে তাঁর অভিনয় বিশেষ পছন্দ ছিল দর্শকদের ৷ মালিক-কর্মচারীর মধ্যকার সংলাপগুলি হাসির ফোয়ারা ছোটাত ৷ নট্টু কাকার অভিনয় আর দেখা যাবে না, এটা ভেবেই মনখারাপ দর্শকদের ৷

আরও পড়ুন : Sidharth Shukla : ইন্টিরিয়র ডিজাইনিংয়ে ডিগ্রি, হতে পারতেন ফুটবলার; অভিনয়ে মন ভুলিয়ে অজানার পথে সিদ্ধার্থ

ঘনশ্যাম নায়েকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ টুইটারে গুজরাতি ভাষায় তিনি লেখেন, "ঘনশ্যাম নায়েকের মৃত্যু গুজরাতি থিয়েটার জগতের বড় ক্ষতি ৷" তারক মেহতার প্রযোজক অসিত কুমার মোদিও টুইট করে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "আমাদের প্রিয় নট্টু কাকা আর নেই ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷ ওনার পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দিক ৷ নট্টু কাকা আমরা আপনাকে কখনও ভুলব না ৷"

দীর্ঘ কেরিয়ারে প্রায় 100টির মতো গুজরাতি এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন ঘনশ্যাম নায়েক ৷ এর পাশাপাশি 350-র মতো হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি ৷ তবে 'তারক মেহতা কা উল্ট চশমা' তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় ৷

আরও পড়ুন : SD Burman Birthday: কিশোরের গানের রেকর্ডিং ছিল, তাই হাসপাতালে ভর্তি হতে চাননি শচীন কর্তা

ABOUT THE AUTHOR

...view details