মুম্বই, 4 অক্টোবর : তাঁর অভিনীত নট্টু কাকা চরিত্রটির ফ্যান আট থেকে আশি ৷ জনপ্রিয় হিন্দি কমেডি সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক দর্শকদের কাছে 'নট্টু কাকা' নামেই পরিচিত ৷ কিন্তু আর টিভির পর্দায় দেখা যাবে না এই গুজরাতি অভিনেতাকে ৷ রবিবার বিকেলে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা ৷ বয়স হয়েছিল 77 বছর ৷ ক্যানসারে ভুগছিলেন তিনি ৷
শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন গত বছরের ডিসেম্বরে শুটিং বন্ধ করে দেন ঘনশ্যাম নায়েক ৷ ক্যানসার ধরা পড়ে তাঁর ৷ গতবছর তাঁর ঘাড়ের কাছে একটি অস্ত্রোপচার করা হয় ৷ এরপর কিছুটা সুস্থ হয়ে কাজে ফেরেন তিনি ৷ যদিও টিভি পর্দায় আগের থেকে তাঁকে দুর্বল মনে হয়েছিল ৷ তবে মনের জোরে কাজ করে যাচ্ছিলেন এই প্রবীণ অভিনেতা ৷ কিন্তু ফের শরীর অসুস্থ হওয়ায় তাঁকে মুম্বইয়ের সূচক হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই রবিবার মৃত্যু হয় ঘনশ্যাম নায়েকের ৷
নট্টু কাকা ছাড়া 'তারক মেহতা' সিরিয়াল দেখার কথা ভাবতেও পারছেন না অনুরাগীরা ৷ তাঁর মৃত্যুর খবর প্রকাশ পেতেই মনখারাপ টিএমকেওসি ফ্যানেদের ৷ জেঠালালের (সিরিয়ালের মুখ্য চরিত্র) সঙ্গে দৃশ্যগুলিতে তাঁর অভিনয় বিশেষ পছন্দ ছিল দর্শকদের ৷ মালিক-কর্মচারীর মধ্যকার সংলাপগুলি হাসির ফোয়ারা ছোটাত ৷ নট্টু কাকার অভিনয় আর দেখা যাবে না, এটা ভেবেই মনখারাপ দর্শকদের ৷