পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ত্রিকোণ প্রেমের কথা বলবে নাটক 'MMS এখন' - undefined

পরিচালক শান্ত্বনু চক্রবর্তী দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন ভালোবাসার বদলে যাওয়ার গল্প।

'MMS এখন'

By

Published : May 29, 2019, 4:42 PM IST

কলকাতা : প্রেম-ভালোবাসার এক অন্য গল্প বলতে চলেছে 'MMS এখন'। আগামী ৩০ মে নাটকটি মঞ্চস্থ হতে চলেছে। তার আগে নাটকের মুখ্য তিন অভিনেতা-অভিনেত্রীর ও পরিচালকের সঙ্গে মুখোমুখি হয়েছিল ETV Bharat।

পরিচালক শান্ত্বনু চক্রবর্তী দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছেন চারজনের গল্প। চারটি চরিত্র আছে নাটকে। মৌ, মভ, স্য়াম ও রাজ। এই চারজনের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করেই এগোবে নাটকটি। নবাঙ্কুর নাট্য়গোষ্ঠীর উদ্য়োগে শান্ত্বনু এমন একটি নাটক পরিচালনা করছেন।

নাটকের মূল বিষয় ভালোবাসা কীভাবে সময়ের সঙ্গে পালটাচ্ছে ও তার মানে বদলে যাচ্ছে মুহূর্তের মধ্যে সেটাকে চারজনের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা। নাটকের মুখ্য তিন অভিনেতা-অভিনেত্রীর ও পরিচালক নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেন। কীভাবে নাটকটি তৈরি হল, কেনই বা এই ভাবনা, নাটকের গল্প সব নিয়ে দিলেন আড্ডা।

দেখুন ভিডিয়োয়...

'MMS এখন'

ABOUT THE AUTHOR

...view details