কলকাতা :ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কাছে আর্টিস্ট ফোরামের ১৭১জন শিল্পীর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার জন্য চ্যানেলগুলিকে রানা সরকার যে 'নো অবজেকশন সার্টিফিকেট' দেবেন বলেছিলেন, তা ১০ জুন সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছেন। ৩টি চ্যানেলকেই, অর্থাৎ জ়ি বাংলা, স্টার জলসা ও কালার্স বাংলাকে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন। ফলে, চ্যানেলের তরফ থেকে শিল্পীদের বকেয়া পারিশ্রমিক সরাসরি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না।"
NOC দিলেন রানা সরকার, তবুও নিশ্চিন্ত নয় আর্টিস্ট ফোরাম
১৭১জন শিল্পীর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল প্রযোজক ও চ্যানেলের। সেই ব্যাপারে কিছুটা নিষ্পত্তি হয়েছে বলে জানাচ্ছে ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টস্ট ফোরাম।
আর্টিস্ট ফোরাম
আরও পড়ুন : "নিজেদের টাকা পেতে ভিক্ষে চাইতে হচ্ছে" : প্রসেনজিৎ
আর্টিস্ট ফোরাম জানিয়েছে, যে শিল্পীরা তাঁদের কাজের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেন, তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে আর্টিস্ট ফোরাম সত্যিই আনন্দিত ও গর্বিত।
Last Updated : Jun 11, 2019, 4:00 PM IST