কলকাতা : 19 ডিসেম্বর জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে অঞ্জন দত্তর নতুন নাটক 'রঘুপতি'। এই প্রথম দেশের কোনও ব্যক্তির নাটক মঞ্চস্থ করতে চলেছেন তিনি । এর আগে প্রতিবারই ইউরোপিয়ন নাটক মঞ্চস্থ করেছেন ।
রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করতে চলেছেন অঞ্জন দত্ত - রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করতে চলেছেন অঞ্জন দত্ত
এই প্রথম দেশের কোনও ব্যক্তির নাটক মঞ্চস্থ করতে চলেছেন তিনি । এর আগে প্রতিবারই ইউরোপিয়ন নাটক মঞ্চস্থ করেছেন ।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন থেকে আধারিত 'রঘুপতি' নাটকটি করতে চলেছেন অঞ্জন দত্ত । বলেন, "আজকের ও পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের এই কাজটাকে নতুন করে দেখা দরকার । সারা পৃথিবীতেই হিংসা বাড়ছে, সেটা কেন ও কী কারণে হচ্ছে বা বিষয়টা কোথায় পৌঁছাতে পারে, তার একটা উত্তর অনেক বছর আগেই ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । আমার বয়স এখন 66 । মনে হয় সেই ক্লাসিকটাকেই টেনে এনে নতুন করে দেখা দরকার । আমি আশা করব যাঁরা আমার কাজ পছন্দ করেন, তাঁরা আমার কাছ থেকে রবীন্দ্রনাথকে আমি কীভাবে দেখছি, সেটা দেখার জন্য আগ্রহী হবেন । আমি কখনওই আগে নিজের দেশের নাটক করিনি । সবসময়ই ইউরোপিয়ন নাটক করেছি । আজ এই বয়সে এসে আমার মনে হয়েছে, নিজের দেশের বিখ্যাত যে কবি, তাঁর বিশ্ববিখ্যাত যে কাজ নিয়ে কাজ করি । আমি আশা করব আপনারা সকলেই আমার এই নাটক দেখতে আসবেন ।"
তিনি আরও বলেন, "নাটকটি আমিই লিখেছি, সেটাকে সমকালীন করেছি। আমিই সেটাকে ভেঙে নিজের মতো করে দেখেছি । রঘুপতি চরিত্রে আমি অভিনয় করছি । জয়সিংহের চরিত্র সুপ্রভাত অভিনয় করছে । এছাড়া রয়েছে লোকনাথ দে । এখানে প্রায় 8টা নতুন গান লিখেছি । সেই গানগুলো আমার এই নাটকেই রাখছি । একেবারেই আধুনিক গান ।"