মুম্বই : লকডাউনের মাঝে যে একঝাঁক পুরোনো ধারাবাহিক শুরু হয়েছে টেলিভিশনের পরদায়, তার মধ্যে অন্যতম B.R.চোপড়ার 'মহাভারত' । এই বিখ্যাত ধারাবাহিকে ভীষ্ম চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না, যিনি আবার শক্তিমান বলেই বেশি পরিচিত । টেলিভিশনের পরদায় ফিরেছে 'শক্তিমান'-ও । এই প্রজন্মের উপযুক্ত করে শক্তিমান-কে বানাতে চান মুকেশ । তবে একতার প্রযোজনায় ? নৈব নৈব চ...জানালেন অভিনেতা ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুকেশ বলেন, "শক্তিমান যদি বানাতে হয়, তাহলে সেটা কখনও একতা কাপুরের প্রযোজনায় হবে না । ও তো 2008 মহাভারত বানিয়েছিল, দ্রৌপদীর কাঁধে ট্যাটু এঁকেছিল । বলেছিল যে, ও নাকি মডার্ন মানুষদের জন্য মহাভারত বানিয়েছে । আমি এটুকুই বলতে চাই যে, সংস্কৃতি কখনও মডার্ন হতে পারে না পুত্রী । তা হলে সংস্কৃতি মরে যায় ।"