পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"একতা তো দ্রৌপদীর কাঁধে ট্যাটু এঁকেছে", সমালোচনায় 'ভীষ্ম' মুকেশ - একতা কাপুরের খবর

2008 সালে একতা কাপুর প্রযোজিত 'কাহানি হামারে মহাভারত কি'-কে একেবারেই মেনে নিতে পারেন না মুকেশ খান্না । 1988 সালে B.R.চোপড়ার 'মহাভারত' ধারাবাহিকে ভীষ্মের চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ । দু'টো প্রোডাকশনের তুল্য মূল্য বিচার করলেন অভিনেতা ।

mukesh khanna slams ekta kapoor
mukesh khanna slams ekta kapoor

By

Published : Apr 8, 2020, 11:22 PM IST

মুম্বই : লকডাউনের মাঝে যে একঝাঁক পুরোনো ধারাবাহিক শুরু হয়েছে টেলিভিশনের পরদায়, তার মধ্যে অন্যতম B.R.চোপড়ার 'মহাভারত' । এই বিখ্যাত ধারাবাহিকে ভীষ্ম চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না, যিনি আবার শক্তিমান বলেই বেশি পরিচিত । টেলিভিশনের পরদায় ফিরেছে 'শক্তিমান'-ও । এই প্রজন্মের উপযুক্ত করে শক্তিমান-কে বানাতে চান মুকেশ । তবে একতার প্রযোজনায় ? নৈব নৈব চ...জানালেন অভিনেতা ।

শক্তিমান রূপে মুকেশ

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুকেশ বলেন, "শক্তিমান যদি বানাতে হয়, তাহলে সেটা কখনও একতা কাপুরের প্রযোজনায় হবে না । ও তো 2008 মহাভারত বানিয়েছিল, দ্রৌপদীর কাঁধে ট্যাটু এঁকেছিল । বলেছিল যে, ও নাকি মডার্ন মানুষদের জন্য মহাভারত বানিয়েছে । আমি এটুকুই বলতে চাই যে, সংস্কৃতি কখনও মডার্ন হতে পারে না পুত্রী । তা হলে সংস্কৃতি মরে যায় ।"

বলে চলেন মুকেশ, "যদি ওঁর ধারাবাহিকের নাম হত 'কিউকি গ্রীক ভি কভি হিন্দুস্তানি থে', তাহলে না হয় আমি মেনে নিতাম । কে ওঁদের অধিকার দিয়েছে এমন একটি মহাকাব্যকে এভাবে হত্যা করতে ?" ক্ষোভপ্রকাশ করেন মুকেশ ।

একতার মহাভারত

মুকেশ তির ছিল সোনাক্ষী সিনহার বিরুদ্ধেও । সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি-তে এসে রামায়ণ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী । ট্রোল আর মিমের বন্যা বয়ে যায় সেই সময় । তাঁকে উদ্দেশ্য করে মুকেশের বক্তব্য, "এই ধারাবাহিকগুলো আগেই দেখানো উচিত ছিল । তাহলে সোনাক্ষী সিনহার মতো মানুষ নিজেদের পুরাণ সম্পর্কে একটু জ্ঞান লাভ করতে পারতেন ।"

ABOUT THE AUTHOR

...view details