কলকাতা: ওয়ার্কিং ভিসায় ভারতে এসেছিলেন ছবির শুটিংয়ে। কিন্তু, এর ফাঁকেই রাজনৈতিক দলের প্রচারে যোগ দেন অভিনেতা ফিরদৌস আহমেদ। সেই অভিযোগে ইতিমধ্যে দেশ ছাড়তে হয়েছে তাঁকে। এই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের এমন অভিযোগ উঠল রানি রাসমনি ধারাবাহিক খ্যাত বাংলাদেশি অভিনেতা গাজ়ি আবদুন নুরের বিরুদ্ধে।
গতকাল ফিরদৌসের ঘটনার পর অভিযোগ তোলা হয়, গাজ়ি আবদুন নুর তৃণমূল নেতা মদন মিত্রর হয়ে প্রচারে গেছেন দক্ষিণেশ্বরে। এই অভিযোগ সামনে আসতেই গাজ়ির সঙ্গে যোগাযোগ করে ETV Bharat-এর প্রতিনিধি। তিনি বলেন, "মদনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। কারণ, আমার মা এসেছিলেন কলকাতায় ঘুরতে। সেই সময় আমার মা অসুস্থ হয়ে পড়েন। আমি তখন আউটডোর শুটিংয়ে ছিলাম। মদনদা দাঁড়িয়ে থেকে মাকে ভরতি করিয়েছিল। সেই থেকে তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে। একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে।"
২০১১ সালে থিয়েটার করতে প্রথম ভারতে আসেন গাজ়ি। গতবছর রবীন্দ্রভারতী থেকে মাস্টারস শেষ করেছেন সাংবাদিকতায়। ধারাবাহিক রানি রাসমনি করতে গিয়ে একাধিকবার দক্ষিণেশ্বর গেছেন। সেই সূত্রে দক্ষিণেশ্বর-বেলুড় তাঁর প্রিয় জায়গা। তাঁর কথায়, "যেহেতু আমি বাবু রাজচন্দ্রে মতো একটা চরিত্র করেছি, যেহেতু মানুষটির সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে থাকা, তাই সেদিন আমি দক্ষিণেশ্বর যাচ্ছিলাম।...এবার সেদিন মদনদার সঙ্গে দেখা হল, তো মদনদা বলল দক্ষিণশ্বর যাচ্ছি একটা অনুষ্ঠান আছে। তো আমি বললাম আমিও আজ দক্ষিনশ্বর যেতে চাই, রাজচন্দ্রর চরিত্রটা মারা গেছে মন ভালো নেই। এবার দক্ষিণশ্বরে গেলে আমি বাউন্সার নিতে পারি না। স্বাভাবিকভাবে আমি সেইভাবে চলা ফেরা করতে পারি না। তো আমাকে দক্ষিণেশ্বরে রেখে মদনদা চলে যায়। তো বেরিয়ে মদনদাকে ফোন করতে ও বলল আমি একটা অনুষ্ঠানে আছি চলে আয়। আমি গিয়ে দেখলাম এটা নির্বাচনী প্রচার চলছে।"