বেহালা, 26 মার্চ :একুশের নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । নাম ঘোষণার পর থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন শ্রাবন্তী । জোর কদমে চলছে তাঁর ভোট প্রচার । তারই মাঝেই ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিলেন শ্রাবন্তী ।
এবারের নির্বাচনে বিজেপিতেও তারকার ঢল । তাঁদের অন্যতম বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । তিনি বেহালার ভূমিকন্যা । তাই বেহালার মানুষও তাঁকে পেয়ে উচ্ছ্বসিত । আজই তিনি পুরুলিয়ার প্রচার থেকে ফিরেছেন । আর ফিরেই সোজা চলে এসেছেন নিজের কেন্দ্রে । সকাল থেকেই চলছে প্রচার । তাঁকে ঘিরে এলাকাবাসীর উচ্ছ্বাসও চোখে পড়ার মত । এত মানুষের ভালবাসা পেয়ে আপ্লুত অভিনেত্রীও ৷
আরও পড়ুন :পাঁচ বছরে মুড়িগঙ্গার উপরে ব্রিজ করে দেব, সাগরে কল্পতরু মমতা
একান্ত সাক্ষাৎকারে শ্রাবন্তী এবারে তাঁর প্রতিদ্বন্দ্বী পার্থ চট্টোপাধ্যায় । এই লড়াই তাঁর কাছে কতটা কঠিন জানতে চাওয়া হয়েছিল তাও । তিনি জানালেন, "কমপিটিশন টাফ কি না আমি বলতে চাই না । তবে আমি মানুষের জন্য কাজ করতে চাই । আমি একজন সেনাকর্মীর কন্যা । আমার বাবা আর্মিতে ছিলেন । আমার দাদুর কাছে শিখে এসেছি মানুষের পাশে থাকা । বেহালার মেয়ে আমি । অনেক সমস্যার সম্মুখীন হয়েছি । এখনও অবধি কোনও উন্নয়ন হয়নি । আমি যদি জিতি, ইচ্ছা আছে এখানকার হাসপাতালগুলোকে ঠিক করার । সুপার স্পেশালিটি হাসপাতাল করার ইচ্ছা আছে ।" মেয়েরা যাতে আরও এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থাও করবন বলে তিনি জানান ।
শ্রাবন্তী কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিষয়েও । তিনি বলেন , " হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দেখালে তা নিচ্ছে না ৷ আমরা এর বিরুদ্ধে লড়তে চাই ৷ " আভিনেত্রীর রাজনীতিতে আসা নিয়ে ছেলে ঝিনুকেরও অনেক সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন তিনি ।
কথা বললেন 'খেলা হবে' প্রসঙ্গেও । বললেন, ''সবাই বলছে খেলা হবে । আমি বলছি হাসপাতাল হবে । মেয়েদের স্কুল হবে । যারা চাকরি পাচ্ছে না তাদের চাকরি হবে । বিকাশ হবে । প্রতিটা বাড়িতে পানীয় জল পৌছাবে । খেলা তো হবেই । এই খেলাটাই হবে । ''
জয়ের বিষয়ে জানতে চাইলে শ্রাবন্তী বলেন, " জনতা আমাদের কাছে ভগবান । তারাই সব কিছু । তারাই ঠিক করবে তারা কাকে চাইছে । তারা দুর্নীতি চাইছে না সোনার বাংলা চাইছে ।"