পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হিন্দি ছবির জগতে পদার্পণ অরিন্দম শীলের! - Bengali Film

এই পুজোতেই মুক্তি পাচ্ছে অরিন্দম শীল পরিচালিত নতুন গোয়েন্দা ছবি 'মিতিনমাসি'। আর এর মাঝেই জানা গেল আরও দুটি সুখবর। ছবি পরিচালনা করতে মুম্বই পাড়ি দিচ্ছেন অরিন্দম।

Arindam Shil Hindi Movie

By

Published : Sep 6, 2019, 8:24 AM IST

কলকাতা : শোনা যাচ্ছে, একইসঙ্গে দুটি হিন্দি ছবির অফার আছে অরিন্দমের কাছে। একটির অফার এসেছে নেটফ্লিক্সের থেকে। অন্যটি এসেছে আর একটি বড় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। সেই প্রযোজনা সংস্থার নাম অবশ্য প্রকাশ্যে আসেনি। অরিন্দম পরিচালিত 'ধনঞ্জয়' ছবিটিই হিন্দিতে পরিচালনার কথা হচ্ছে বলে থবর।

কোয়েল অভিনীত 'মিতিনমাসি' ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে 'ধনঞ্জয়' ছবিটি বানিয়েছিলেন অরিন্দম। সেখানে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, কৌশিক সেন, আর্যা ব্যানার্জি, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। সেই ছবিটিই হিন্দিতে তৈরি করতে চলেছেন পরিচালক। ছবিটি প্রযোজনা করছে একটি নামী প্রযোজনা সংস্থা। অভিনয়ে থাকতে পারেন সাইফ আলি খান, অজয় দেবগন ও সৌরভ শুক্লা।
অরিন্দম

নেটফ্লিক্সের প্রোজেক্টটির শুটিং শুরু হবে 2020 সালে। 'ধনঞ্জয়'-এর হিন্দি ভার্শনের শুটিংও শুরু হবে পরের বছর শুরুতেই। 2017 সালে মুক্তি পাওয়া 'ধনঞ্জয়' বেশ ভালো রিভিউ পায় সমালোচকদের কাছে। বক্স অফিসেও খুব ভালো ব্যবসা করে ছবিটি। হিন্দিতেও কী এই ছবি দিয়ে সাড়া ফেলতে পারবেন অরিন্দম? উত্তর দেবে সময়।

ABOUT THE AUTHOR

...view details