কলকাতা : সৌরভ চক্রবর্তীর 'শব্দ জব্দ' ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজত কাপুর । এছাড়াও রয়েছেন পায়েল সরকার, কঙ্কনা, মুমতাজ সরকার, সুব্রত দত্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা । কঙ্কনা অমিতাভের পূর্ব পরিচিত..'শব্দ জব্দ'-তে অভিনয় করলেও কঙ্কনা নিজে একজন পরিচালক । ছবির সূত্রেই বিগ বি-র সঙ্গে আলাপ তাঁর । টুইটের মাধ্যমে টিম 'শব্দ জব্দ'-এর সঙ্গে কঙ্কনাকে বিশষ শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ ।
এই টুইট প্রসঙ্গে সৌরভ বলেন, "বিষয়টা জানতে পেরে প্রথম 10-15 মিনিট বিশ্বাসই করতে পারিনি । ভেবেছিলাম বিগ বি'র ফেক অ্যাকাউন্টে কেউ পোস্ট করেছে এটা । আমি প্রথমে ভেরিফাই করতে বলি । তারপর দেখলাম, সত্যিই বিগ বি পোস্ট করেছেন । এটা আমাদের পরম প্রাপ্তি । সিরিজ়ের অভিনেত্রী কঙ্কণা ওর প্রত্যেকটা কাজই বিগ বিকে পাঠায়। এই টিজ়ারটি বেরোনোর পর ও অমিতাভ বচ্চনকে একটি মেইল করে । বিগ বি যে সেটা টুইট করবেন, আমরা কেউই বুঝতে পারিনি । আমরা তো খুবই ছোটো মানুষ, নিজেদের লড়াই লড়ছি । সেখানে দাঁড়িয়ে বিগ বি'র মতো একজন এত বড় স্টার বিষয়টা নিয়ে দু'কথা লিখেছেন, সেটা আমরা আশাই করিনি ।"