কলকাতা : অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (AIIMS) দ্বারা নিয়ন্ত্রিত কোরোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় নিজেকে হিউম্যান ট্রায়ালের জন্য সঁপে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালক ও অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলি । ইতিমধ্যেই তিনি মেইল পাঠিয়ে দিয়েছেন AIIMS-কে । মায়ের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা উজান গাঙ্গুলি । জানালেন ETV ভারত সিতারাকে ।
কোরোনার ভ্যাকসিন পরীক্ষায় হিউম্যান ট্রায়াল হবেন চূর্ণী, গর্বিত ছেলে উজান - চূর্ণী গাঙ্গুলির খবর
কোরোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় হিউম্যান ট্রায়ালের জন্য নিজেকে সঁপে দিতে চলেছেন চূর্ণী গাঙ্গুলি । গর্বিত ছেলে ও অভিনেতা উজান গাঙ্গুলি ।
churni ganguly human trial
চূর্ণীর মেইল পাওয়ার পর এখনও AIIMS থেকে কোনও উত্তর আসেনি । তবে শিগগিরই আসবে । এই টেস্টের জন্যে আগাম পরীক্ষার মধ্যে দিয়ে যেতেও হবে চূর্ণীকে । স্বাস্থ্যের কিছু প্যারামিটার মিলে গেলেই চূর্ণী হিউম্যান ট্রায়ালের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত হবেন । এই প্যারামিটার মিলে গেলে বিপদ অনেকই কম হতে পারে । তবুও মাকে নিয়ে একটু চিন্তায় আছেন উজান ।
চূর্ণী গাঙ্গুলিকে শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকেও ।